দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বঙ্গবন্ধু সেতুতে এক দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেতুর উপর একটি ট্রাকের পেছনে আরেকটি বাসের ধাক্কার পর আরও কয়েকটি গাড়ির সংঘর্ষ ঘটে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ২৫ ও ২৯ নম্বর পিলারের মাঝে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, একটি গরুর ট্রাককে পেছন হতে ধাক্কা দেয় সরকার পরিবহনের একটি বাস। এসময় পেছন হতে আরও অন্তত ৪টি গাড়ি এসে সেখানে ধাক্কা লাগে।
এই দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়া ছাড়াও অন্তত ৮ জন আহত হয়েছেন বলে স্থানীয় থানা সূত্রে বলা হয়েছে। তবে হতাহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। মূলত কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
জানা যায়, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সেতুর উপর এলোপাতাড়ি পড়ে থাকার কারণে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে একটি ট্রেন লাইনচ্যুত হয় এই সেতুর ওপর। তবে কোনো বাস-ট্রাকের একাধিক দুর্ঘটনা কবলিত হওয়ার এ ধরনের দুর্ঘটনা এর আগে শোনা যায়নি।
This post was last modified on জানুয়ারী ৯, ২০১৬ 11:23 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…