দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কখন বিদ্যুৎ আসছে আর কখন আবার তা চলে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এমন বিদ্যুতের ভেলকিবাজিতে ঘরে বসে ক্ষুদ্র বিদ্যুৎ তৈরি করবেন কিভাবে জেনে নিন।
আপনি ঘরে বসেই ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে তা হতে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন। সেজন্য প্রয়োজন কার্বন, টেফলন টেপ এবং একটি পেন্সিল।
আসুন কিভাবে বানাবেন জেনে নিই:
প্রথমে পেন্সিলের দুই প্রান্তে রঙ্গিন দুটি ছোট কার্ড সংযুক্ত করে নিতে হবে। কার্বন ইলেকট্রড এবং টেফলন পরস্পরের দিকে স্থানান্তরিত হবে। কার্ডগুলোকে ত্রি-কোণোমিতিকভাবে ঝুলাতে হবে, যাতে করে একটির সঙ্গে আরেকটির স্পর্শ না লাগে।
ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লসানি এই ডিভাইসটির আবিস্কারক। এটি সাশ্রয়ী এবং সেইসঙ্গে পরিবেশবান্ধব। এছাড়া এই ক্ষুদ্র বিদ্যুৎ দুটি এএ ব্যাটারীর সমান কাজ করবে।
সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই ডিভাইসটি সাংহাইয়ের গ্লোবাল কনফারেন্স অন মাইক্রো এন্ড ন্যানো সিস্টেমে প্রদর্শন করেছেন টোকিও ইউনিভার্সিটি।