দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ কিক্রেটে কোয়ার্টার ফাইনালে উঠে এলো বাংলাদেশ। আজ স্কটল্যান্ডকে পরাজিত করে বাংলার দামাল ছেলেরা জয় ছিনিয়ে এনেছে।
প্রথমে আজকের খেলায় উদ্বোধনী জুটিতে ৪৮ রান তুলে বাংলাদেশ দলকে কিছুটা উদ্বেগের মধ্যেই ফেলে দেয় স্কটল্যান্ড। শক্তিশালী বোলিং আক্রমণের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল স্কটল্যান্ডের শুরুর সেই চোখ জমকানিকে পরে পাত্তাই দেয়নি। আইসিসির সহযোগী সদস্য দলটির যুবাদের পেস-স্পিনে দিশেহারা করে এনেছেন ১১৪ে রানের বিশাল জয় চলে আসে। নাজমুল হোসেনের শতক সহ বাংলাদেশের ২৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে স্কটিশদের ইনিংস গুটিয়ে যায় ৪৭.২ ওভারে ১৪২ রানেই। এই জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
বাংলাদেশ দলকে দি ঢাকা টাইমস্ এর পক্ষ থেকে অভিনন্দন।