দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরীমণির কথিত স্বামী পরিচয় নিয়ে নানা কাণ্ড শুরু হয়েছে! হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশকে কেন্দ্র করে শুরু হয় নানা জল্পনা।
পরীমণির স্বামী পরিচয় দিয়েছেন ইসমাইল নামের এক ব্যক্তি। তারসঙ্গে বেশকিছু ছবি প্রকাশ হওয়ার পর পরই ফেসবুকসহ মিডিয়া পাড়ায় বয়ে যাচ্ছে তুমুল ঝড়। আর সেই ঝড়ের পর পরীমণি জানিয়েছেন তার কথা।
পরীমণি বলেছেন, যার সঙ্গে আমার ছবিটি প্রকাশ করা হয়েছে। ওনি আমার কাজিন। ওনার স্ত্রীও রয়েছে। এ ধরনের খবর ওনিও হয়তো জানেন না। কেও হয়তো ইচ্ছে করেই আমার নামে কুৎসা লটাচ্ছে।’
পরীমণি আরও বলেছেন, ‘ছোটবেলা হতে আমি তাকে দেখে আসছি। তার সঙ্গে ছবি তুলতেই পারি। তার মানে এই নয় যে, তার সঙ্গে আমার অন্যকোনো সম্পর্ক রয়েছে। ছবি তুললেই আমার জামাই হয়ে যাবে, এটা কেমন কথা? কতজনের সঙ্গেই তো ছবি তুলি, তারা কী সবাই আমার জামাই? কি এমন ছবি ওগুলো যে জামাই মনে হবে?’ এমন প্রশ্নও ছুঁড়ে দেন পরীমনি।
This post was last modified on জানুয়ারী ৩১, ২০১৬ 6:50 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…