দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ এবার ট্রফির প্রায় কাছাকাছি চলে এসেছিল। স্বপ্ন দেখেছিল বাংলাদেশের যুবকরা কিন্তু সেই স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। আজ ওয়েস্ট ইন্ডিজের কাজে পরাজয় ঘটেছে বাংলাদেশের।
অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ এবার ট্রফির খুব কাছাকাছি চলে এসেছিল। স্বপ্ন দেখেছিল বাংলাদেশের যুবকরা কিন্তু সেই স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। আজ ওয়েস্ট ইন্ডিজের কাজে পরাজয় ঘটেছে বাংলাদেশের। সেমিতে এসে আশা জাগিয়েছিল বাংলার টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে তারা ২২৬ রান সংগ্রহ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। যদিও শেষ মুহূর্তে বাংলাদেশের ছেলেরা বেশ ঘাম ছড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের। শেষ মুহূর্তে দর্শকদের আশা জেগেছিল। কিন্তু পরাজয় ঘটায় নীরব নিস্তব্ধ হয়ে পড়ে মিরপুর ২নং জাতীয় স্টেডিয়াম।