সাগরতলের ভয়ংকর ও বিস্ময়কর কয়েকটি প্রাণী সম্পর্কে জানুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাগরতলে কতো রকম প্রাণী রয়েছে তা গুণে শেষ করা যাবে না। এসব প্রাণী ভয়ংকর ও বিস্ময়কর বটে। এসব ভয়ংকর ও বিস্ময়কর কয়েকটি প্রাণী সম্পর্কে আজকের এই প্রতিবেদন।

সাগরতলে রয়েছে অদ্ভুত ও ভয়ংকর প্রাণীদের সম্ভার সকলকে বিস্ময়ে অভিভূত করে। এসব প্রাণীরা যেমন বিভিন্ন রঙে রঙিন, ঠিক তেমনি শিকারের পদ্ধতিও এদের এক এক জনের ভিন্ন। আবার বয়সের সঙ্গে সঙ্গে বদলে ফেলতে পারে তার লিঙ্গও! আবার কিছু কিছু প্রাণী রয়েছে দেখতেও ভয়ানক কদাকার!

Related Post

ড্রাগন ফিশ (dragonfish)

এই ড্রাগন ফিশ সমুদ্রের অন্তত ২ কিলোমিটার গভীরে বসবাস করে। ডিম ফোটার আগ মুহূর্ত পর্যন্ত এটি সমূদ্র তলদেশেই অবস্থান করে। ড্রাগন ফিশ Bio-luminescence পদ্ধতিতে সমুদ্র তলদেশে আলো তৈরি করে। ড্রাগন ফিশ নীচের চোয়ালের বড় বড় দাঁতগুলোকে শিকারে ব্যবহার করে থাকে।

ভ্যাম্পায়ার স্কুইড (vampiresquid)

বড় বড় চোখের প্রাণী হলো ভ্যাম্পায়ার। এরা সমূদ্রের অনেক গভীরে বসবাস করে। ভ্যাম্পায়ার নাম হলেও এরা মোটেও রক্ত পান করে না! সম্ভবত লাল বড় বড় চোখ আর চাদরের মতো ছড়ানো শরীরের কারণে এই নামকরণ করা হয়েছে।

চুনট হাঙ্গর (frilled)

চুনট হাঙ্গর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে দেখা যায়। শিকার ধরার সময় এটি শিকারকে পেঁচিয়ে ধরে অনেকটা সাপের মতো করে গিলে ফেলে। এটিকে জীবন্ত জীবাশ্ম হিসেবে অভিহিত করা হয়।

বড় লাল জেলিফিশ (Big red jellyfish)

দৈর্ঘ্যে জেলিফিশ ১ মিটার পর্যন্ত বড় হতে পারে। নামের সঙ্গে মিলিয়ে প্রাণীটির গায়ের রঙ হালকা লাল রঙ।

নীল বৃত্ত আঁকা অক্টোপাস (blue-ringed-octopus)

নীল বৃত্ত আঁকা অক্টোপাস হলো সমূদ্রের সবচেয়ে ভয়ংকর প্রাণীদের মধ্যে একটি। নীল বৃত্ত আঁকা অক্টোপাসের বিষ খুবই শক্তিশালী। সারা শরীরে নীল বৃত্ত আঁকা থাকে। তবে বিষাক্ত হলে দেখতে এই নীল বৃত্ত আঁকা অক্টোপাসকে চমৎকার দেখায়!

কফিন মাছ (Coffinfish)

ছোট্ট একটি গোলাপি রঙ এর মাছ হলো এই কফিন মাছ। এই মাছটি অনেকটা বেলুনের মতো ফুলে থাকে। এই মাছের সারা শরীরে ছোট ছোট কাটা। শুধু তাই নয়, এরা নিজেদের বেলুনের মতো করে ফুলিয়ে অনেকটা বড় করেও ফেলতে পারে!

ভুত হাঙ্গর (goblin-shark)

এই ভুত হাঙ্গর প্রাণীটি সম্পর্কে খুব বেশি জানা যায় না। তবে যতোবার এই দেখা গেছে, ততোবারই ভয়ংকর আঁকাবাঁকা দাঁত ও অদ্ভুত শারীরিক গঠনের জন্য সত্যিই যেনো ভৌতিক ছায়া ফেলে যা জেলেদের মনে ভীতির সঞ্চার করে।

সেল্প (Shelf)

এটি একটি ছোট্ট প্রাণী। এই সেল্প সমূদ্র তলদেশের কার্বন খেয়ে জীবন ধারণ করে যে কারণে এটি আমাদের পৃথিবীর জন্য খুবই উপকারী।

This post was last modified on জানুয়ারী ৩০, ২০২৪ 4:40 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

“ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’: মমতা বন্দ্যোপাধ্যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

% দিন আগে

তুরস্কে বিড়াল পেল নাগরিকত্বের স্বীকৃতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…

% দিন আগে

এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে

টমেটোর গুণাগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…

% দিন আগে