১০ ঘণ্টা ধরে মস্তক পৃথক করার সফল অপারেশন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ১০ ঘণ্টা ধরে অপারেশন করে পৃথক করা হলো সংযুক্ত হয়ে থাকা মস্তক। এই দুই যমজ শিশু যাদের মাথা জন্মলগ্ন হতে একে-অপরের সঙ্গে লাগানো ছিল।

তুকা ও ইয়াকিন নামের এই দুইজন যমজ শিশু যাদের মাথা জন্মলগ্ন হতে একে-অপরের সঙ্গে লাগানো ছিল। তাদের মাথা অপারেশনের মাধ্যমে পৃথক করা হয়েছে। মাথা একসঙ্গে লাগানো থাকলেও তাদের দুইজনের পৃথক পৃথক মস্তিষ্ক রয়েছে। যে কারণে এই দীর্ঘ এবং জটিল অপারেশন সফল হয়েছে।

তুকা ও ইয়াকিনের অপারেশনের জন্য ২২ জন চিকিৎসক ও সেবিকা নিযুক্ত ছিল। টানা ১০ ঘণ্টা অপারেশনের পর তারা অপারেশন সফল হয়েছে বলে সুখবরটি জানান।

Related Post

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিক্যাল হাসপাতালে ১৪ ফেব্রুয়ারি শিশু বিশেষজ্ঞদের দ্বারা এই যমজ মেয়ে শিশুদের অপারেশন করানো হয়।

ওই হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, ‘মূলত এটি সিরিয়ার এই শিশুদের উপর চতুর্থবার ও শেষবার অপারেশন ছিল। ইতিপূর্বে ২০১৪ সালের এপ্রিল মাসে এই যমজ শিশুদের আরও একবার অপারেশন করা হয়।’

এই অপারেশনে নেতৃত্বদানকারী ড. আহমাদ আল ফুরায়ান জানান, তারা এই অপারেশনের জন্য ১২ ঘণ্টা সময় নির্ধারণ করেছিলেন। তবে তারা ১০ ঘণ্টার মধ্যেই কাজ সম্পন্ন করেন।

তিনি বলেছেন, ‘এই যমজ শিশুদের মাথা একসঙ্গে লাগানো ছিল, যে কারণে এই অপারেশনটি অনেক জটিল ছিল। এতে অনেক সমস্যা তৈরি হয়েছিল।’

উল্লেখ্য, সৌদি আরবে ১৯৯০ সাল হতে এই পর্যন্ত এ ধরনের ৩৭টি সার্জারি করানো হয়। এদের মধ্যে ৩০টি অপারেশন বেশ কঠিন ছিল। তবুও তারা হার মানেন নি।

This post was last modified on জানুয়ারী ৫, ২০২০ 3:55 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ওপেনএআইয়ের মডেল মাত্র ১৫ সেকেন্ডেই ভয়েস ক্লোনিং করতে পারবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন এআই মডেল মাত্র ১৫ সেকেন্ডের অডিও থেকে ভয়েস ক্লোনিং…

% দিন আগে

এক ব্যতিক্রমি সিনেমা ‘লাপাতা লেডিস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিচালক কিরণ রাওয়ের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’ অবশেষে মুক্তি পেলো…

% দিন আগে

এপ্রিল মাসে ভারতে রেকর্ড গরমে ৯ জনের মৃত্যু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্চ মাস থেকেই গরমের আভাস দেওয়া হয়েছিলো ভারতে। তবে এপ্রিলের…

% দিন আগে

এবার গাজর দিয়ে তৈরি হলো বাঁশি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা এতোদিন দেখে আসছি বাঁশ দিয়ে বাঁশি বানানো হয়। আর…

% দিন আগে

কুষ্টিয়ার ঐতিহাসিক ঝাউদিয়া শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ মে ২০২৪ খৃস্টাব্দ, ২০ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে