দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট পর্দার সফল অভিনেতা সজল সম্প্রতি বড় পর্দায় মাতিয়ে অভিনয় করছেন। এবার তার নায়িকা হচ্ছেন বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মাহিয়া মাহি।
তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। এই ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী নাগ।
নতুন বছরে ‘হারজিত’ নামে আরেকটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সজল। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ছবিটির কাহিনী লিখেছেন কাশেম আলী দুলাল। ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন।
নতুন এই চলচ্চিত্রটি প্রসঙ্গে সজল বলেছেন, ‘রোমান্টিক অ্যাকশন ঘরানার ছবি হবে এটি। গল্পটি পড়ে বেশ ভালো লেগেছে আমার। আশা করছি ছবিটি সবার কাছেই পছন্দনীয় হবে।’
জানা গেছে, আগামী মে মাস হতে এই ছবির কাজ শুরু হবে। সজল ও মাহিকে নিয়ে নতুন এই ছবিটি নিউ জেন ইন্টারটেইনমেন্ট এবং অভি কথাচিত্রের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে।