দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইলে চার্জ দেওয়ার সময় কয়েকটি বিষয়ে সব সময় খেয়ার রাখতে হবে। তানাহলে বিপদও হতে পারে। আজ মোবাইরে চার্জ দেওয়ার বিষয়টি তুলে ধরা হবে।
যে কোনো কাজ একটু অসাবধানতা বশত করলে তা নষ্ট হয়ে যেতে পারে। যেমন আপনার সাধের স্মার্টফোনের ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে। হয়তো সারাদিনের কাজ শেষে রাতে বেলা বাড়ি ফিরে দেখলেন ফোনের চার্জ একদম নেই। তখন দেখলেন রাত হয়ে গেছে, বিশেষ দরকার কী? যেখানে সেখানে চার্জে দিলেই হলো।
অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে আপনি চার্জে বসিয়ে বালিশের তলে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে তো পড়লেন ভালো কথা কিন্তু ঘুম থেকে সকালে উঠে এবার যা দেখবেন তা আপনাকে একেবারেই নিশ্চিন্তে থাকতে দেবে না।
কারণ হলো বালিশের তলায় রেখে চার্জ দেওয়ার কারণে চার্জ হওয়ার পর ফোন অতিরিক্ত গরম হয়ে ফেটে যেতে পারে। এমনকি আগুন ধরে জ্বলে যেতে পারে বালিশও। আবার এই আগুন হতে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনাও। তাই মোবাইল কখনও বালিশের তলায় রেখে চার্জ দেওয়া যাবে না।
মোবাইল চার্জ দেওয়ার ব্যাপারে আরও সাবধানতা নেওয়া একান্ত প্রয়োজন। ব্যাটারি পুরোপুরি ডেড না হওয়া পর্যন্ত যখন তখন চার্জে বসিয়ে দিলেও ঘটতে পারে এরকম দুর্ঘটনা। তাই সাবধানে চার্জ দিতে হবে। কারণ সামান্য খাম-খেয়ালির কারণে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। যা কখনই আপনার কাম্য ছিল না।
This post was last modified on ডিসেম্বর ২৮, ২০২২ 11:52 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…