জানা নেই অপরাধ, তবুও কুকুরটির মৃত্যুদণ্ড হলো!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২ বছর ধরে একটি কুকুরকে খাঁচায় বন্দি করে রেখেছে যুক্তরাজ্যের পুলিশ। কুকুরটি কি অপরাধ জানা নেই, তবুও শেষ পর্যন্ত কুকুরটির মৃত্যুদণ্ড হলো!

আকটকৃত কুকুরটিকে হত্যা করার আদেশ অনুমোদন করেছে স্থানীয় একটি ম্যাজিস্ট্রেট কোর্ট। তবে আপিল করার জন্যে স্টেলার মালিককে সময় বেঁধে দেওয়া হয়েছে ২৮ দিন।

২ বছর ধরে একটি কুকুরকে খাঁচায় বন্দি করে রেখেছে যুক্তরাজ্যের পুলিশ। স্টেলা নামের এই কুকুরটিকে আটক করে ২০১৪ সালে। তারপর হতেই এটিকে ডেভনে (৩ ফুট বাই ৯ ফুটের) একটি খাঁচায় আটকে রাখা হয়েছে।

Related Post

কুকুরটি কেনো বাইরে হাঁটা-চলা করতে পারবে না, সে বিষয়ে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে অস্বীকৃতি জানিয়েছে ডেভন এবং কর্নওয়ালের পুলিশ। পুলিশ শুধু এটুকু বলেছে, কুকুরটি খুবই বিপদজ্জক।

কর্নওয়ালের পুলিশ বলছে, নিরাপত্তা সংক্রান্ত একটি আইনের আওতায় কুকুরটিকে আটকে রাখা হয়েছে। তারপর কুকুরটির আচার-আচরণ দেখার জন্য এই ২ বছর সময় ধরে নজরে রাখা হচ্ছে।

জানা গেছে, ২ বছর পূর্বে স্টেলার মালিককে যখন অন্য একটি মামলায় আটক করা হয়, ঠিক তখন তাকেও জব্দ করা হয়। প্রথমেই স্টেলারের আচার-আচরণ এবং জাতের কারণে পুলিশ তাকে বিপজ্জনক বলে ধারণা করছিল। তবে স্টেলার মালিক বলছে, তার কাছে কুকুরটি খুব স্বাভাবিক ছিল। সে কখনও কারও সঙ্গে সহিংস আচরণ করেনি।

এই বিষয়টি নিয়ে গত ২ বছর ধরেই কোর্টে মামলা চলছে। শুনানির সময় স্টেলারের আচরণের নানা ভিডিও তুলে ধরা হয়। এই মামলায় স্টেলার মালিক তাকে ফিরে পেতে ১১ বার আদালতে হাজিরা দিয়েছেন। শেষ পর্যন্ত মালিক মামলায় হেরে গেছেন। আদালত এই মাসেই কুকুরটিকে মেরে ফেলার আদেশ জারি করেছে।

পুলিশ বলছে যে, এরকম আরও বহু কুকুর তারা বিভিন্ন সময় জব্দ করলেও শুনানি চলাকালে সেগুলোকে কিছুদিনের জন্যে মালিকের নিকট ফেরতও পাঠানো হয়। তবে কিছু কিছু কুকুর রয়েছে যেগুলোকে কখনই ফেরত পাঠানো সম্ভব হয় না।

উল্লেখ্য, যুক্তরাজ্যে বিগত ৫ বছরে পুলিশের হাতে জব্দ হওয়া এরকম কুকুরের সংখ্যা প্রায় ৭ হাজার হবে। এদের পেছনে পুলিশের খরচ হয়েছে প্রায় ৫০ লাখ পাউন্ড।

This post was last modified on জানুয়ারী ২৯, ২০২৪ 1:00 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩: ‘সেরা কৃষি প্রতিষ্ঠান’ স্বীকৃতি পেলো আইফার্মার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩- এর…

% দিন আগে

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে

মাছ ধরার এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে