আজ ঐতিহাসিক ৭ই মার্চ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা অবিস্মরণীয় ও গৌরবের দিন।

বাঙালিদের সুদীর্ঘকালের আপসহীন আন্দোলনের এক পরিস্থিতিতে ১৯৭১ সালের আজকের এই দিনে অর্থাৎ ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (যেটি বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন।

বঙ্গবন্ধুর সেদিনের সেই ঐতিহাসিক ভাষণের কথাগুলো ছিলো ঠিক এমন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’- বঙ্গবন্ধুর সেইদিনের সেই তেজদীপ্ত ঘোষণাই ছিলো প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। সে সময় পশ্চিম পাকিস্তানী শাসকদের শত নিপীড়ন উপেক্ষা করে বীর বাঙালি অস্ত্র ধারণের পূর্বে বঙ্গবন্ধুর পক্ষ হতে এদিনই স্বাধীনতার ডাক দেওয়া হয়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণ থেকেই মূলত দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে।

Related Post

৬৬ সালের ৬-দফা, ৬৯’র গণঅভ্যুত্থান ও ৭০’র নির্বাচনের পর যখন বাংলার জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল, ঠিক তখনই এই ভাষণে বাংলাদেশকে পরাধীনতার গ্ল­ানি হতে মুক্ত করার জন্য দিক-নির্দেশনা প্রদান করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সেদিন উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলার মুক্তিকামী জনতার উদ্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু….- আমি যদি হুকুম দিবার নাও পারি,… তোমরা বন্ধ করে দেবে।’

সেদিন আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলার আহ্বান জানিয়ে ভাষণে বঙ্গবন্ধু আরও বলেন, ‘রক্ত যখন দিয়েছি, আরও রক্ত দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।’ ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের শেষ অংশে গিয়ে তিনি বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বঙ্গবন্ধুর সেদিনের ভাষণের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের পরিস্থিতি একেবারে পাল্টে যায়। দেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুর সেদিনের ভাষণ শুনে ঝাঁপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে। এরপর ১৯৭১ এর ২৬ মার্চ শুরু হয় মুক্তি সংগ্রাম। যার ফলশ্রুতিতে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা একটি পতাকা, একটি স্বার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সমর্থ হই।

This post was last modified on মার্চ ৪, ২০১৬ 12:29 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

নোয়াখালীর ঐতিহাসিক বজরা শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৬ পৌষ ১৪৩১…

% দিন আগে

শীতে কোন পদ্ধতিতে মুখে মধু মাখবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…

% দিন আগে

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…

% দিন আগে

বিল গেটস ও স্যাম অল্টম্যান জানালেন: ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া আসলে কেমন হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…

% দিন আগে

তিন বছর নিষিদ্ধ থাকা চলচ্চিত্র ‘মেকআপ’ মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…

% দিন আগে

চাদে প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ১৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…

% দিন আগে