দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতকড়া নিয়ে বিপত্তিতে রয়েছে নিউজিল্যান্ডের পুলিশ! এই বিপত্তির মূল কারণ হলো মোটা কয়েদী। তাদের শরীরের মাপে হাতকড়া না থাকায় এই বিপত্তিতে পড়তে হচ্ছে।
পুলিশ বলছে, বর্তমানে যেসব হাতকড়া রয়েছে সেগুলো তাদের জন্যে খুব টাইট যে কারণে হাতে পরাতে গেলে অসুবিধা হয়।
নিউজিল্যান্ডের একটি সংবাদ ওয়েবসাইটকে উদ্বৃত করে এই খবরটি দিয়েছে বিবিসি মনিটরিং।
নিউজিল্যান্ডের পুলিশ সার্জেন্ট গ্রাহাম গ্রাব বলেছেন যে, ‘সন্দেহভাজন অনেক ব্যক্তি এবং অপরাধী রয়েছে যাদের হাতের কব্জি খুব মোটা। যে কারণে তাদেরকে ছোট ছোট হাতকড়া পরানো যায় না। তাই আমরা আরেকটু বড় হাতকড়ার খোঁজ করছি।’
তিনি আরও বলেন, ‘সেকারণে ওরকম মোটা হাতের সন্দেহভাজনদের ধরতে গেলেও পুলিশের অসুবিধার সম্মুখীন হতে হয়।
এতে হালকা পাতলা ব্যক্তিদের ধরে রাখার ক্ষেত্রেও অসুবিধা হতে পারে। এসব বড় হাতকড়া পিছলে বেরিয়ে যাওয়ার সুযোগ খুঁজতে পারে তারা!’
নিউজিল্যান্ড হেরাল্ড বলেছে, বড় হাতকড়াগুলোকে ছোট করার ব্যবস্থা থাকা উচিত যাতে করে হালকা পাতলা কয়েদীদেরও পরানো যায়। এসব হাতকড়া ব্যবহারের জন্যে পৃথকভাবে কোনো প্রশিক্ষণও দিতে হবে না।
উল্লেখ্য, হাতকড়া নিয়ে পুলিশের এই সমস্যার কথা এমন এক সময় প্রকাশিত হলো, যখন সরকার বলছে, দেশটিতে মুটিয়ে যাওয়ার সমস্যা উল্লেখযোগ্য হারে বেড়েই চলেছে।
This post was last modified on জানুয়ারী ২৩, ২০২৪ 2:22 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…