দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ্রা চরিত্রে অভিনয় করছেন হালের ঢাকায় ছবির জনপ্রিয় নায়িকা পরীমনি। গিয়াস উদ্দিন সেলিমের নতুন এই ছবিটির নাম ‘স্বপ্নজাল’।
এই চলচ্চিত্র নিয়ে হালের এই জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সংবাদ মাধ্যমকে জানালেন মজার মজার কথা। যেমন এই ছবির শুটিং করতে গিয়ে পরীমনি নাকি নিজের নামই ভুলে গিয়েছিলেন। ‘স্বপ্নজাল’ ছবিটিতে পরীমনিকে অভিনয় করতে হচ্ছে ‘শুভ্রা’ চরিত্রে। ছবির শুটিংয়ের প্রথম দিন হতেই তাকে পরিচালক ‘শুভ্রা’ নামেই ডাকছেন! গিয়াস উদ্দিন সেলিম নাকি একবারের জন্যও পরীমনি নামে ডাকেননি। এই ‘শুভ্রা’ নাম শুনতে শুনতে একসময় পরীমনি এই নামের ভেতরেই নাকি হারিয়ে গেছেন। নিজেকে শুভ্রা ছাড়া আর অন্য নামের কিছু ভাবতে পারছিলেন না পরীমনি।
পরীমনি সংবাদ মাধ্যমকে জানালেন, আসলে এই ‘শুভ্রা’ চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি নিজেকে সত্যিই ‘শুভ্রা’র সঙ্গে মিশিয়ে ফেলেছি। তাই আমারও যেনো শুভ্রা ছাড়া অন্য কিছুই মনে হচ্ছিল না। বর্তমানে চাঁদপুরে ছবিটির শুটিং চলছে। শুটিং চলাকালে আঘাত পেয়ে আহত হন পরীমনি। তাই তাকে আবার ঢাকায় আসতে হয়। পরে স্বপ্নজাল সিনেমার পুরো দল যাবে কোলকাতায় শুটিং করতে।