নাইজেরিয়া সেই ‘ডাইনি’ শিশু এখন কেমন আছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাইজেরিয়া ‘ডাইনি’ শিশুর কথা হয়তো অনেকের মনে আছে। সেই ‘ডাইনি’ শিশু এখন কেমন আছে? ডেনমার্কের একজন সমাজকর্মী ওই শিশুটিকে অর্ধমৃত অবস্থায় পথ হতে কোলে তুলে নিয়েছিলেন।

একদিন ‘ডাইনি’ শিশু বলে যে শিশুকে পথে ফেলে যাওয়া হয়েছিল, সেই শিশুর কথা হয়তো অনেকের মনে আছে। যাকে ডেনমার্কের একজন সমাজকর্মী অর্ধমৃত অবস্থায় পথ হতে কোলে তুলে নিয়েছিলেন। নাইজেরিয়া বেড়াতে এসে তিনি ওই শিশুর সন্ধান পান। তার ছবি তুলে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন।

নিষ্পাপ ছোট্ট এই শিশুটিকে তার বাবা-মা ‘ডাইনি’ আখ্যা দিয়ে ঘর হতে রাস্তায় ফেলে দিয়েছিল। তারপর হতে ওই শিশুটি পথে পথে ঘুরে বেড়াতো ও খাবারের জন্য হন্যে হয়ে ঘুরতো।

Related Post

দীর্ঘ ৮ মাস পর সেই সমাজকর্মী আনজা শিশুটির ছবি পোস্ট করেছেন। আদর-যত্নে সে এখন অনেক সুস্থ এবং ভালো রয়েছে। আনজা এই শিশুটির নাম রেখেছিল হোপ। যার অর্থ হলো আশা। তাইতো সত্যিই সে আশা শেষ করেনি। হোপ এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে। আপনি হোপের ৮ মাস আগের এবং পরের ছবি দেখে সত্যিই অবাক হবেন।

হোপের দেশে ফিরে আশার বিষয়টি অনেক ক্ষীণ হলেও সৌভাগ্যবশত সে জীবন সংগ্রামে জয়ী হয়েছেন সেটি বলা যাবে। তার স্বাস্থ্যের অবস্থা এখন অনেক ভালো। তাকে দেখেই বুঝা যাচ্ছে সে এখন অনেক সুখে রয়েছে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আনজা তার পোস্টে লিখেছেন যে, ‘আমি যেদিন প্রথম এই ছোট্ট শিশুটিকে কোলে তুলে নিয়েছিলাম, আমি তখন ভেবেছিলাম সে হয়তো বাঁচবে না। সে অনেক কষ্টে তার প্রতিটি নিঃশ্বাস নিচ্ছিল। আমি চাইনি সে কোনও নাম এবং উপাধি ছাড়া মৃত্যুবরণ করুক। সেজন্য আমি তার নাম রেখেছিলাম হোপ। আমি অনেক বছর আগে আমার হাতে হোপ নামের একটি ট্যাটু করিয়েছিলাম। কারণ আমি জানি যে, এই হোপ মানুষকে বেঁচে থাকার জন্য প্রতিদিন সাপোর্ট প্রদান করে থাকে।’ এভাবেই উঠে এসেছে এক পরিত্যক্ত শিশুর কাহিনী।

উল্লেখ্য, এ সংক্রান্ত একটি খবর “জাদুকর ভেবে সন্তানকে রাস্তায় ফেলে দিলো এক মা-বাবা!” দি ঢাকা টাইমস্ এ প্রকাশ করা হয়।

This post was last modified on জানুয়ারী ২২, ২০২৪ 12:47 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

যে ফলে কামড় দিলেই খিলখিলিয়ে হেসে উঠবে ত্বক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…

% দিন আগে

অনার বাংলাদেশ নিয়ে আসছে ‘এক্সাইটিং’ ডিভাইস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…

% দিন আগে

মৌরি প্রদাহ কমায়: তবে খাওয়ার নিয়ম মানতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…

% দিন আগে

ভাইরাল হলো প্রিয়াঙ্কার ভিডিও

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…

% দিন আগে

ভয়াবহ দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস: পুড়ে ছাই বহু বাড়িঘর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…

% দিন আগে

নেতার ইলেকট্রিক গাড়ি শেষ পর্যন্ত দড়ি দিয়ে টেনে নিয়ে গেলো গরু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…

% দিন আগে