দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীন বরাবরই অসাধারণ কীর্তির জন্য বিশ্বখ্যাত। এবার কম সময়ে একটি সেতু নির্মাণ করে চীন আবারও খবরের শিরোনামে এসেছে।
ইতিপূর্বে চীন মাত্র ১৯ দিনে ৫৭ তলা আকাশচুম্বী একটি ভবন নির্মাণ করে রেকর্ড করেছিলো। আবার সেই রেকর্ড ভঙ্গ করে মাত্র ৪৩ ঘণ্টার মধ্যে একটি সেতু নির্মাণ করে আগের রেকর্ড ভাংলো চীন!
সংবাদ মাধ্যমে এমন খবর বেশ আলোচনায় উঠে এসেছে। চীন মাত্র ৪৩ ঘন্টার মধ্যে একটি সম্পূর্ণ ক্রিয়ামূলক সেতু নির্মাণ পরিচালিত করেছে। ভিডিওটি দেখলে আপনি তাদের এই কাজ সম্পূর্ণভাবে দেখতে পারবেন। বলা হয়েছে, সুপার মানব কর্মীরা মাত্র কয়েক ঘন্টার মধ্যে বেইজিংয়ের সানিউন সেতুর পুরাতন কাঠামো পুনর্গঠন করে নতুন করে তৈরি করে ফেললেন।
উল্লেখ্য, প্রথমবারের মতো চীনা কর্মীরা ‘ইন্টিগ্রেটেড প্রতিস্থাপন পদ্ধতি’ নামের একটি নতুন পদ্ধতি ব্যবহার করে এই সেতু নির্মাণের কাজ সম্পন্ন করেছেন। এটিতে ১৩শ’ টন উপাদানের প্রয়োজন পড়ে।
দেখুন ভিডিওটি