দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাধার দুধ দিয়ে গোসল! এমন কথা আমরা আগে কখনও শুনিনি। এবার শোনা গেলো মিশরের রাণী ক্লিওপেট্রা নাকি প্রতিদিন গাধার দুধ দিয়ে গোসল করতেন!
টাইম্স অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, রাণীর গোসলের জন্য ৭০০ গাধা হতে এই দুধ সরবরাহ করা হতো। তবে সেই আমলের এই ঘটনাটিযে সত্যি তার কিছুটা প্রমাণ পাওয়া যায়। কারণ এখনও নাকি সাধারণ মানুষ সেই কায়দা অবলম্বন করার চেষ্টা করে আসছে। কীভাবে? জানা গেছে, গাধার দুধ দিয়ে সাবান ও বিভিন্ন ময়েশ্চারাইজার পণ্য বর্তমান যুগে তৈরি করা হচ্ছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গাধার দুধের অনেকগুলো উপকারীতা রয়েছে। যেমন:
# গাধার দুধে নাকি মুখের বলিরেখা দূর হয়, ত্বককে ময়েসচারাইজ করে।
# ত্বককে আরও উজ্জ্বল করে তোলে।
# এছাড়াও বিভিন্ন ধরণের রোগ দূর করার জন্যও গাধার দুধ ব্যবহার করা হতো।
# জ্বর এবং বিভিন্ন ধরণের ইনফেকশনজনিত রোগ দূর করতে, বিষক্রিয়া, পেশীর ব্যথা, চামড়ার সমস্যা সমাধানের জন্য গ্রীক চিকিৎসাবিদগণ নাকি গাধার দুধ ব্যবহার করতেন।
# পোপ ফ্রান্সিস ২০১৪ সালে বলেছিলেন তিনি আর্জেন্টিনায় থাকতে বিভিন্ন সময় গাধার দুধ পান করতেন।
গাধার দুধের স্বাদ অনেকটা গরুর দুধের মতোই। তবে গরুর দুধের তুলনায় এটি আরও বেশি সুমিষ্ট। এই দুধে ফ্যাটের মাত্রা খুবই কম। গাধার দুধে অ্যানটি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। যেটি ঠাণ্ডাজনিত সমস্যা দূর করে থাকে। এভাবে গাধার দুধে রয়েছে নানা ধরনের প্রোটিন। তাই আদি যুগ হতেই গাধার দুধ ব্যবহার করা হতো।