দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি হাত-পা মিলিয়ে মানুষের আঙুল থাকে ২০টি। তবে এবার এমন এক শিশুর সন্ধান পাওয়া গেছে যার হাত-পা মিলিয়ে আঙুলের সংখ্যা ৩১টি!
প্রি-ন্যাটাল স্ক্যাণে অবশ্য এমন কোনও অস্বাভাবিকতার আভাস একেবারেই ছিল না। যে কারণে সন্তানের জন্মের পর বিস্ময়ের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় এক চীনা দম্পতির।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, চীনের হুনান প্রদেশের এই দম্পতির একমাত্র ছেলের বয়স বর্তমানে ৩ মাস। মা-বাবা আদরের হংহং-এর দু-হাতে ১০টির পরিবর্তে রয়েছে ১৫টি আঙুল। তার পায়ে রয়েছে আরও ১৬টি আঙুল। সব মিলিয়ে ৩১ আঙুলের অধিকারী এই শিশু।
শুধু তাই নয়, আঙুলের সঙ্গে ভারসাম্য রক্ষা করতে, দুটি করে তালুও রয়েছে শিশুটির দু-হাতে। এমনভাবে জুড়েছে হাতের সঙ্গে। তবে নেই একটিও বুড়ো আঙুল!
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই শিশু হংহং-এর বাবা-মা চান হাতে-পায়ে অস্ত্রোপচার করে সন্তানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবেন। হুনানের স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন তারা। তবে এখন পর্যন্ত আশাব্যঞ্জক কিছুই শোনাতে পারেননি চিকিৎসকরা। সদ্যোজাত শিশুর পলিড্যাক্টিলি (যাকে বলা হয়, নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি আঙুল) বিরল কিছু নয়। কিন্তু হংহংয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, তা হলো অস্ত্রোপচার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাটা চাপের বলেই মনে করছেন চিকিৎসকরা।
This post was last modified on জুন ১৯, ২০১৯ 3:38 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিত্সকরা জানিয়েছেন, নিয়মিতভাবে বাইরের তেল-মশলাদার খাবার খাওয়ার অভ্যাসের কারণে বেড়ে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মহার এবং পারিবারিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে খ্যাতিমান চলচ্চিত্রগুলো। শুধু তাই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিমানটি ওড়ার পূর্বেই এক…