দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর আরও একটি দুঃসংবাদ সাকিব আল হাসানের ও বাংলাদেশের জন্য। ওয়ানডেতে রেঙ্কিং শীর্ষ অলরাউন্ডারের পদ থেকে ছিটকে পড়েছেন তিনি। তাকে দুই নম্বর স্থানে ঠেলে দিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।
অপরদিকে টেস্ট ফরম্যাটে অলরাউন্ডার রেঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে সাকিব। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের কাছে তিনি টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান হারিয়েছিলেন গত মার্চে।
তবে সাকিবের অবনমন হলেও ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে নাসির হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদের। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো ব্যাটিং করার জন্যই তাদের উন্নতি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ১৬৭ রান করা নাসির ১১ ধাপ এগিয়ে এখন ক্যারিয়ারসেরা ৩৩তম স্থানে অবস্থান করছেন। সিরিজে চতুর্থ সর্বোচ্চ ১৪২ রান করা মাহমুদুল্লাহর ছয় ধাপ উন্নতি হয়েছে। ব্যাটসম্যানদের তালিকায় রিয়াদের অবস্থান এখন ৪৯তম। উন্নতি হয়েছে রাজ্জাকেরও। বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে বাঁহাতি এ স্পিনার এখন সপ্তম স্থানে।
সূত্রঃ ইএসপিএন ক্রিক ইনফো।