ক্যান্সারের টিকা আবিষ্কার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার আবিষ্কার হলো মানব শরীরে দূরারোগ্য ক্যান্সারের জীবাণু ধ্বংসকারী টিকা ‘ক্যান্সার ভ্যাকসিন’। এই টিকা শরীরের যেকোনো অংশে ছড়িয়ে থাকা ক্যান্সারের জীবাণু ধ্বংস করবে- এমন দাবি করেছেন গবেষকরা।

তবে ইতিহাস সৃষ্টিকারী দূরারোগ্য ক্যান্সারের এই টিকা এখনও পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। প্রথমবার এক রোগীর শরীরে এটি প্রয়োগ করার পর ইতিবাচক লক্ষণ দেখা গেছে বলে জানিয়েছেন গবেষকরা।

গবেষকরা জানিয়েছেন, ব্রিটেনের বেকেনহ্যামের বাসিন্দা কেলি পটারের শরীরে প্রথম প্রয়োগ করা হয়েছে ওই টিকাটি। ৩৫ বছরের ওই মহিলা জরায়ুতে ক্যান্সার আক্রান্ত হন। তার শরীরে যখন ক্যান্সারের টিকা প্রয়োগ করা হয় ঠিক তখন ক্যান্সার তার শরীরের পৌঁছে গিয়েছে চতুর্থ পর্যায়ে। তার লিভার ও ফুসফুসের মধ্যে ছড়িয়ে পড়ছিল ক্যান্সারের জীবাণু। টিকা দেওয়ার পর তার শরীরে ক্যান্সারের ব্যাপ্তি বাড়েনি বরং এখন অনেক স্থিতিশীল হয়েছে। একইসঙ্গে লিভার এবং ফুসফুসের মধ্যে জীবাণু ছড়িয়ে পড়া বন্ধ হয়েছে। কেলি পটার জানিয়েছেন, তিনি আগের থেকে এখন অনেক ভালো রয়েছেন।

Related Post

টিকা গবেষণা সংস্থার প্রধান জেমস স্পাইসার জানিয়েছেন, শুধুমাত্র ক্যান্সার নয় মানব শরীরের অনেক মারণরোগও নিরাময় করতে এই টিকা কাজ করবে।

জেমস স্পাইসার আরও বলেন, ‘মানুষের শরীরে অনেক সময় খুব শক্ত টিউমার হয়। এই টিকাটি প্রয়োগের মাধ্যমে সেটি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব।’ এই ‘ক্যান্সার টিকা’টি খুবই কার্যকরী হবে বলেও আশাবাদী তিনি। অবশ্য ক্যান্সার শরীর হতে পুরোপুরি নির্মূল করতে এই টিকার সঙ্গে কম মাত্রার কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষক জেমস স্পাইসার।

ওই গবেষক সংস্থা গাই’স এন্ড সেন্ট থমাস বায়োমেডিকেল রিসার্চের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হিউম্যান টেলোমাড়েজ রিভার্স ট্রান্সক্রিপটেজ’ নামের এক ধরণের উৎসেচক বিভাজনের মাধ্যমে ক্যান্সার কোষের ক্রমাগত বংশ বৃদ্ধিতে সাহায্য করে থাকে। এই উৎসেচকের গঠনমূলক প্রোটিনের সামান্য কিছু অংশ এই টিকাতে রাখা হয়েছে। এই এন্টিজেনটি ইঞ্জেকশনের মাধ্যমে শরীরের রক্তে প্রবেশ করালে তা ভালো কোষগুলোকে অক্ষুণ্ণ রেখে ক্ষতিকর ক্যান্সার কোষগুলোকে খুঁজে বের করে তা ধ্বংস করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

This post was last modified on মে ১৪, ২০১৬ 6:25 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

হামাসকে সাত দিনের সময় দিলো ইসরায়েল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জিম্মি চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে মাত্র সাত…

% দিন আগে

আলাদিনের আশ্চর্য প্রদীপ কিন্তু নয়: মরুভূমিতে খুঁজতে হবে এক সাহেবী কেতার ল্যাম্পশড!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের ছবিটি একটু ভিন্ন ধরনের এই ছবির ভিতরে লুকিয়ে চুরিয়ে…

% দিন আগে

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ মে ২০২৪ খৃস্টাব্দ, ২১ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরম পড়তেই মাইগ্রেনের সমস্যা? অস্বস্তি থেকে রেহাই পেতে ভরসা রাখবেন যে দাওয়াইয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই গরমে রোদে বেরোলে মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই। এক বার…

% দিন আগে

ওপেনএআইয়ের মডেল মাত্র ১৫ সেকেন্ডেই ভয়েস ক্লোনিং করতে পারবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন এআই মডেল মাত্র ১৫ সেকেন্ডের অডিও থেকে ভয়েস ক্লোনিং…

% দিন আগে

এক ব্যতিক্রমি সিনেমা ‘লাপাতা লেডিস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিচালক কিরণ রাওয়ের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’ অবশেষে মুক্তি পেলো…

% দিন আগে