দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি গ্রামে কতোগুলো বাড়ি থাকে। আর সেখানে বহু মানুষও বসবাস করেন। কিন্তু এমন একটি শহরের সন্ধান মিলেছে যেখানে ২২০ বাসিন্দার জন্য রয়েছে মাত্র একটি বাড়ি!
এমন একটি শহর যেখানে কোনো লোক নেই বা গাছপালা-ঘরবাড়ি কিছেই নেই। কারণ শহর হতে হলে সেখানে লোকজন, স্কুল-কলেজ, দোকান-পাঠ-অফিস সবই থাকার প্রয়োজন পড়ে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই শহরে সবই রয়েছে। তবে তা শুধুমাত্র একটি বাড়ির মধ্যেই!
গোটা শহরে রয়েছে একটি মাত্র বাড়ি। তার মধ্যেই রয়েছে বাজার, স্কুল-কলেজ সবকিছু! গোটা শহরের বাসিন্দারাও বাস করেন ওই একটি বাড়ির ভিতরেই!
হয়তো এমন একটি কথা শুনতে অবাক লাগতে পারে। কিন্তু বাস্তবে রয়েছে এমন একটি শহর।
মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত এই শহরের নাম হলো হুইটিয়া। এই শহরের বাসিন্দার সংখ্যা ২২০। তারা সকলেই একটিমাত্র বাড়িতে বসবাস করেন। ১৪ তলা বিশিষ্ট এই বিশাল বাড়িটির নাম বেগিক টাওয়ার। শুধুমাত্র ২২০ জনের বাসগৃহ নয়, এই বাড়িটির ভিতরে রয়েছে আফিস, থানা, বাজার- সবকিছুই! তেমন দরকার না পড়লে বাসিন্দারা কেও বাড়ি হতে বেরও হন না।
বাড়ির মধ্যে অবস্থিত একটি দোকান
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বেগিক টাওয়ারটি নির্মিত হয়েছিল মিলিটারি ব্যারাক হিসেবে। ১৯৬৯ সাল পর্যন্ত বাড়িটি সরকারের অধিনেই ছিল। ওই বছেই বাড়িটি শহরের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়। আজ ওই শহর তথা বাড়িটিতে যারা বসবাস করছেন, তারা প্রত্যেকেই ওইসব সামরিক অফিসিয়ালদের বংশধর।
কিন্তু এই শহরে ব্যতিক্রম এক ব্যক্তি রয়েছেন। নাম তার পল। তিনি বেগিক টাওয়ারে না থেকে আস্তানা গেড়েছেন একটি ভ্রাম্যমাণ বাড়িতে। তবে তাকেও দোকান-বাজার করতে প্রবেশ করতেই হয় টাওয়ারে। তাই তার গাড়ি-বাড়িকে তিনি পার্ক করে রাখেন বেগিক টাওয়ারের খুব নিকটেই!
This post was last modified on মে ১৬, ২০১৬ 10:39 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…