দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিমান হামলায় তালেবানপ্রধান আখতার মনসুর নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ। অপরদিকে তালেবান এই দাবি প্রত্যাখ্যান করেছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, পাকিস্তানের প্রত্যন্ত এলাকায় গতকাল (শনিবার) ওই হামলা চালানো হয় বলে এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার আগের দিন (শুক্রবার) ওই হামলার অনুমতি দিয়েছিলেন।
এ বিষয়ে মার্কিন ভাষ্যে বলা হয়েছে, আখতার মনসুর ও তাঁর কয়েকজন সহযোগী একটি গাড়িতে করে অন্য কোথাও যাওয়ার সময় হামলাটি চালানো হয়। এতে আখতার ও তাঁর সহযোগী অন্তত আরেকজন নিহত হন।
এদিকে তালেবান কর্তৃপক্ষ আখতার মনসুরের নিহত হওয়ার খবরটি অস্বীকার করেছে।
উল্লেখ্য, গত বছর তালেবান নেতা মোল্লা ওমর নিহত হওয়ার পর আখতার মনসুর তালেবান প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
This post was last modified on মে ২২, ২০১৬ 9:47 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…