দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি কেও ভয় পেলে কিংবা ঠাণ্ডা লাগলে আবার কখনও শিহরণমূলক কোনো ঘটনা ঘটলে গায়ের লোম খাড়া হয়ে ওঠে। কেনো এমন হয়? আজ জেনে নিন।
আমরা অনেকেই জানি ভয় পেলে, ঠাণ্ডা লাগলে কিংবা অনেক সময় বিশেষ শিহরণ হলে আমাদের গায়ে কাঁটা দেয়। অর্থাৎ আমাদের ত্বকের রোমকূপগুলি শক্ত খাড়া হয়ে ওঠে। একেই আমরা চলতি ভাষায় কাঁটা বলে থাকি। তবে এটি কী কখনও ভেবে দেখেছেন, এটা কেনো হয় বা কীভাবে হয়? আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করবো।
কেনো হয় এমন?
এই কাঁটা দেওয়ার ব্যাপারটা শুধু মানুষ নয়, প্রত্যেক স্তন্যপায়ীর শরীরেই হয়ে থাকে। এর কারণ হলো স্তন্যপায়ী প্রাণীর শরীরে লোম থাকে। আর ত্বক যখন ঠাণ্ডার সংস্পর্শে চলে আসে, ঠিক তখনই সেই ঠাণ্ডার হাত থেকে ত্বককে বাঁচাতে গিয়ে নিজে থেকেই একটা আবরণ তৈরি করে নেয়। আর সেই আবরণকেই মূলত আমরা কাঁটা বলে থাকি। আসলে এই কাঁটা দেওয়াও প্রকৃতপক্ষে হরমোনের ব্যাপার। আসলে ঠাণ্ডা কিংবা ভয়ের কারণে শরীরের হরমোনে উত্তেজনা দেখা দিলে তখনই ত্বক এরকম একটি আবরণ তৈরি করে। সে কারণে লোমগুলো খাড়া হয়ে ওঠে। অবশ্য কিছু সময়ের মধ্যেই আবার স্বাভাবিক আকার ধারণ করে।