মানব শরীরে নতুন ভাইরাসের আক্রমণ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ নতুন এক প্রজাতির ভাইরাসের অবস্থান নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নতুন এ প্রজাতির নভেল কোরোনা ভাইরাস সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাবধান হওয়ার আহ্বান জানিয়েছে। কারণ, ভাইরাসটি মানবদেহ থেকে মানবদেহে সংক্রামিত হতে পারে। বিবিসি জানায়, ফ্রান্সের ও সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এ ধরনের ভাইরাসের সংক্রমণের ঘটনা নিশ্চিত করার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ এ হুঁশিয়ারি উচ্চারণ করল।


ডব্লিউএইচও রোববার বলেছে, ‘সবচেয়ে চিন্তার বিষয় হলো- বিভিন্ন দেশে নভেল কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেখা গেছে, সৌদি আরব, জর্ডান, জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সে ভাইরাসটির বিস্তার লক্ষ করা গেছে।“ ডব্লিউএইচওর হিসাব বলছে, ২০১২ সালের পর এখন পর্যন্ত এ ভাইরাসের ৩৩টি সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১৮ জন মারা গেছেন।

প্রজাতিটির সক্ষমতার কারণে ডব্লিউএইচওর কর্মকর্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে ভাইরাসটি ভিন্ন মানবদেহে সংক্রমিত হতে পারে। ডব্লিউএইচওর কর্মকর্তারা বলছেন, সৌদি আরবে দুই ব্যক্তি ভাইরাসের সংক্রমণে মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তাঁদের নতুন প্রজাতির ভাইরাসটিই আক্রমণ করেছিল। নভেল কোরোনা ভাইরাসের সংক্রমণে নিউমোনিয়া দেখা দেয় এবং কিডনি অকার্যকর হয়ে পড়ে।

সৌদি আরবের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, কোরোনা ভাইরাসে আক্রান্ত আরও দুই ব্যক্তির সন্ধান মিলেছে। এ নিয়ে দেশটির আল-আশা এলাকায় নয়জনের দেহে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

এদিকে বার্তা সংস্থা বাসস ও বিবিসি জানিয়েছে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আহসা প্রদেশে গত কয়েক দিনে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রম (এসএআরএস) জাতীয় ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত আরো দু’জন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
নভেল কোরোনা ভাইরাস অথবা এইচসিওভি-ইএমসি নামে পরিচিত ভাইরাসটিকে ২০১২ সালের মাঝামাঝি সময়ে প্রথম শনাক্ত করা হয়। এটি এসএআরএস গোত্রের ভাইরাস। ১০ বছর আগে দক্ষিণ এশিয়ায় এসএআরএস ভাইরাসের প্রকোপ দেখা দেয়। ভাইরাসটি পশু থেকে মানবদেহে ছড়িয়ে পড়ে।

২০০৩ সালে এশিয়ার বিভিন্ন দেশে সার্স বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটোরি সিনড্রোম ভাইরাসের সংক্রমণে অনেক মানুষ প্রাণ হারায়। নভেল কোরোনা ভাইরাসও একই গোত্রের। তবে দুই প্রজাতির ভাইরাসের চরিত্রে বিস্তর পার্থক্য আছে বলে নিশ্চিত করেছে ডব্লিউএইচও।

সূত্রঃ প্রথম আলো

Related Post

This post was last modified on আগস্ট ১৮, ২০১৬ 12:38 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে

হুমকির মুখে সফটওয়্যার এবং স্টার্টআপ খাতের উদ্যোগ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই বছরের জুন মাসে শেষ হচ্ছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সার্ভিস…

% দিন আগে

এবার মিউজিক ভিডিওতে তোরসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহ আবদুল করিম এবং হাসন রাজার ভাটির দেশ থেকে ইট-পাথরের…

% দিন আগে