দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা ঘরে বসেও মজার মজার খাবার তৈরি করতে পারি। একটু খেয়াল করলেই দেখবেন এসব মজার মজার খাবার তৈরি কোন অসাধ্য কিছু নয়। আজকের আইটেম দই চিকেন আচারী।
# ১ কেজি মুরগীর মাংস।
# ছোট করে টুকরো করা পিয়াজ।
# মোটা করে কাটা কাঁচা মরিচ ১০টি।
# সরিষার তেল আধা কাপ।
# লবণ পরিমাণ মতো।
# পাঁচ ফোড়ন ১ টেবিল চামচ।
# টক দই ২০০ গ্রাম।
# আদা-রসুন বাটা ২ টেবিল চামচ।
# হলুদ ও মরিচের গুড়া ২ চা চামচ।
# তেজপাতা এলাচ দারচিনি ও লং ২ টা করে।
প্রথমে মুরগীর মাংস ভালো করে ধুয়ে নিন। একটি পাত্রে সরিষার তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন তেজপাতা গরম মসল্লা হালকা ভেজে একত্রে পেঁয়াজের টুকরা এবং সব বাটা ও গুড়া মসল্লা পরিমাণ মতো লবণ দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে তাতে মুরগীর মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি টক দই কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে অল্প আঁচে ঢেকে রাখতে হবে। যখন উপরে তেল ভেসে আসবে তখন নামিয়ে উপরে যেকোন ধরনের আচার দিয়ে পরিবেশন করবেন। হয়ে যাবে দই চিকেন আচারী।
রেসিপি লিখেছেন: মোঃ শাহাদাত হোসেন, স্পেকট্রা ক্যাটারিং, ঢাকা।
This post was last modified on জুলাই ২৫, ২০২১ 7:22 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজার মতোই অধিকৃত পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চাই ইসরায়েলি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন এক ব্যক্তি। ১৫…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…