দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাভারে ধসে পড়া রানা প্লাজায় উদ্ধার অভিযান চলে এসেছে একদম শেষের দিকে। সূত্র অনুযায়ী আজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল ভোর ছয়টার মধ্যে উদ্ধার অভিযান শেষ করা হবে । আজ উদ্ধার অভিযানের সময় সাভারে রানা প্লাজার বেজমেন্টের ধ্বংসস্তূপে বিয়ার, ফেন্সিডিল ও ধারালো অস্ত্র পেয়েছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল।
গতকাল রাত থেকে বেজমেন্টের ছাদ অপসারণের কাজ শুরু হয়।ভোরের দিকে সেই কাজ শেষ হয়, দুপুরের দিকে সেই বেজমেন্টের বর্জ্য অপসারণ করার সময় ১৫ ক্যান বিদেশি বিয়ার, ১৮ বোতল ফেন্সিডিল, তিনটি বড় রাম দা, চারটি চাপাতি এবং ১৩ ফুট লম্বা একটি শিকল উদ্ধার করা হয় ।
এ ব্যাপারে র্যাব-৪-এর সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর কে এম আরিফুল ইসলাম জানান, বেজমেন্টের ভবনমালিক সোহেল রানার অফিসকক্ষের পাশে একটি ভান্ডার-কক্ষ থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান, সাভার থানায় একটি মামলাও দায়ের করা হবে ।
সোহেল রানার বিরুদ্ধে হত্যা, দখলবাজি, মাদক ব্যবসা, গুম, চারিত্রিক স্খলনজনিত সব অভিযোগই আছে। রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তার আছে নিজস্ব ক্যাডার বাহিনী। এইসব অভিযোগের প্রমাণ যেন আজকের বিয়ার , ফেন্সিডিল ও ধারালো অস্ত্র উদ্ধার !
উল্লেখ্য, গত ২ মে রানা প্লাজার নয় তলা বাণিজ্যক ভবন থেকে উদ্ধার করা হয়েছিলো চাইনিজ পিস্তল, ম্যাগাজিন এবং গুলি । রানা প্লাজা থেকে এখন পর্যন্ত এক হাজার ১২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে।
তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪.কম