দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত বছরের রোজার ঈদে ‘নাচো’ গানের মাধ্যমে নতুন গানে প্রত্যাবর্তন করেছিলেন জনপ্রিয় পপ তারকা মিলা। এটিই ছিল বছরের অন্যতম আলোচিত গান। এবার ঈদে আসছে মিলার নতুন গান।
মাঝে দীর্ঘ সময় পর গানে ফেরার পরও দর্শক-শ্রোতা সাদরে গ্রহণ করেন মিলাকে। গত বছরের গানটির ভিডিওতে বরাবরের মতোই পারফর্ম করেন তিনিই। তার অসাধারণ পারফরম্যান্স গানটিতে নতুন এক মাত্রা যোগ করে। এরপর অবশ্য বছরজুড়ে নতুন গানে আর পাওয়া যায়নি মিলাকে। এ সময়টা অবশ্য মিলার কেটেছে স্টেজ ব্যস্ততায়।
বর্তমানে দেশ-বিদেশের স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিলা। সেইসঙ্গে তিনি নতুন গান নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। গান নিয়ে স্টুডিওতে গবেষণা করেই বেশিরভাগ সময় কাটে মিলার।
এ বিষয়ে সংবাদ মাধ্যমকে মিলা বলেন, আসলে আমি যখন গান প্রকাশ করিনি তখনও স্টুডিওতে আমার এক্সপেরিমেন্ট চলেছে। ভালো এবং নতুন কিছু দিতে না পারলে তো কোনো লাভ নেই। তাই সেদিকেই মনোযোগ বেশি আমার। এখনও আমি গান নিয়ে প্রতিদিন বসছি স্টুডিওতে। সেখানে এক্সপেরিমেন্ট করছি। ভালো কিছু গান তৈরির চেষ্টা চালাচ্ছি। আমার বিশ্বাস শ্রোতারা আমার এসব গানে নতুনত্ব খুঁজে পাবেন।
নতুন গান কবে নাগাদ প্রকাশ হচ্ছে? উত্তরে মিলা বলেছেন, ‘প্রকৃতপক্ষে আমি অকেশনের কথা ভেবে গান করছি না। কখনও তা করিও না। যখন মনে হয়েছে গান প্রকাশের সময় হয়েছে তখনই তা প্রকাশ করি। তবে এবার আশা করছি কোরবানি ঈদ নাগাদ শ্রোতাদের হাতে নতুন গান হয়তো তুলে দিতে পারবো।’
This post was last modified on আগস্ট ১৮, ২০১৬ 3:42 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…