দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিউইয়র্কের কুইন্সের ওজন পার্কে একটি মসজিদের ইমাম সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। নিহত ওই বাংলাদেশী ইমামের নাম মাওলানা আলাউদ্দীন আকুংজি।
মাওলানা আলাউদ্দীন লিবারটি এ্যভিনিউর ৭৯ স্টিটের আল ফোরকান মসজিদের ইমামতী করতেন। হামলার সময় তার সঙ্গে গুলিবদ্ধ হয়ে তারা মিয়া নামে তার এক সহকারীও নিহত হন। স্থানীয় সময় শনিবার জোহর নামাজের পর ১০১ লিবারটি এ্যভিনিউর ৭৭ স্টিটের ইন্টার সেকশেনর কাছাকাছি এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, জোহর নামাজ শেষে আলাউদ্দীন বাড়ীতে ফিরছিলেন এই সময় গাড়ী হতে বন্দুকধারীরা গুলি ছুঁড়লে আলা উদ্দীন মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন এবং তার সহকারী তারা মিয়া বুকে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মারা যান আলাউদ্দীন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারা মিয়া।
এটি একটি হেইটক্রাইম বলে ধারণা করা হচ্ছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে। তবে কী কারণে এই হামলা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।