দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের ‘বৃহত্তম বিমান’ এবার আকাশে উড়েছে। বুধবার ইংল্যান্ডের কার্ডিংটন বিমানক্ষেত্র হতে এই বৃহত্তম বিমানটি আকাশে ওড়ে।
‘এয়ারল্যান্ডার টেন’ নামের বায়ুযানটির এক অংশ বিমানটি লম্বায় ৩০২ ফুট। বায়ুযানটি ৪,৮৮০ মিটার ওপর দিয়ে ঘণ্টায় ১৪৮ কিলোমিটারবেগে চলতে পারবে। হিলিয়াম ভরার পর মনুষ্যবিহীন অবস্থায় এটি দুই সপ্তাহেরও বেশি সময় ও মানুষ থাকলে পাঁচ দিন আকাশে অবস্থান করতে পারবে।
বিশাল এই বিমানটির প্রস্তুতকারক কোম্পানি হাইব্রিড এয়ার ভেহিকলস (এইচএভি) বলেছে, বিমানটি মালবাহী হিসেবে বাণিজ্যিক খাতেও ব্যবহার করা যাবে। কোম্পানিটি এয়ারল্যান্ডারকে বর্তমানে চলাচলকারী বায়ুযানগুলোর মধ্যে বৃহত্তম বলে দাবি করেছে। এই প্রকল্পে ব্রিটিশ সরকার ২৫ লাখ পাউন্ড সহায়তাও দিয়েছে। কারিগরি সমস্যার কারণে রবিবার এর প্রথম উড্ডয়ন প্রচেষ্টা ব্যর্থ হয়। ওই সমস্যা দূর করার পর বুধবার উড্ডয়নের প্রথমদিন এটি ৩০ মিনিট আকাশে ছিল।
এইচএভির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাকগ্লেন্যান বলেছেন, বিমানটি হেলিকপ্টারের প্রযুক্তি হতে কম ব্যয়বহুল এবং পরিবেশবান্ধব। তিনি বলেন যে, এটি একটি ব্রিটিশ উদ্ভাবন। এটি উড়োজাহাজ এবং বিমানের মিশ্রণ, এতে হেলিকপ্টারের সুবিধাও রয়েছে। এটির সাধারণ পাখাযুক্ত বিমানের মতো অংশ যেমন রয়েছে, ঠিক তেমনি হেলিকপ্টারের মতো প্রযুক্তিও রয়েছে ও রয়েছে উড়োজাহাজের প্রযুক্তিও। এই যানটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোয়েন্দা বায়ুযান হিসেবে তৈরি করা হয়। বাজেট কাটছাঁটের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গোয়েন্দা বিমান উন্নয়নের এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়।
This post was last modified on আগস্ট ২১, ২০১৬ 9:13 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণিতের বিশাল জগতে কোন সংখ্যাটি আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে?…