দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রিন্টিং যুগ এখন প্রায় শেষ হতে চলেছে। বর্তমান সময়ে সবকিছুই হচ্ছে ইন্টারনেটে। অনলাইনে ১৬ বিষয়ে পড়াশোনা করা যাবে তাও বিনা খরচে!
যুগ পরিবর্তনের সঙ্গে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। শেষ হয়ে যাচ্ছে প্রিন্টিং যুগ। এখন ইন্টারনেটের যুগ। ইন্টারনেট ব্যবস্থার উন্নতির কারণে মানুষ প্রতি মুহূর্তে ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্তে ঘটে যাওয়া সবকিছুই জানতে পারছেন।
ইন্টারনেটে বসে মাত্র এক ক্লিকে যে কোনো প্রয়োজনীয় তথ্য জানতে পারছে মানুষ। পড়ালেখা, বিনোদন, খেলাধুলা, নানা অজানা তথ্য মানুষ এখন ইন্টারনেটে বসে পেয়ে যাচ্ছে অনায়াসে।
বিশ্বে এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা অনলাইনে বিনা খরচে কোর্স শেখানোর পর সার্টিফিকেটও দিচ্ছে।
আসুন এমন কিছু প্রতিষ্ঠানের নাম ও তাদের কোর্সের নাম জেনে নেওয়া যাক:
১। গ্রাফিক্স ডিজাইনের বিষয়ের অনলাইনে পড়াশোনার ঠিকানা উদেমি, অ্যাডব নো হাউ, অ্যালিসন।
২। ‘স্টার্টআপ কোম্পানি’ খোলার বিষয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্যাম অলটম্যান, উডাসিটি ইউনিভার্সিটি ও কোর্সেরা সার্টিফিকেট কোর্স আহ্বান করছে।
৩। ওয়েব মিডিয়ায় লেখা নিয়ে ফ্রি পড়াচ্ছে ওপেন টু স্টাডি, উদেমি, এমআইটি।
৪। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয়ের কোর্স করাচ্ছে অ্যালিসন, উদেমি।
৫। বিদেশী ভাষা শিক্ষা ফরাসী ভাষা অ্যালিসন, চাইনিজ ও মান্দারিন্ত ইডিএক্স, স্প্যানিশ্ত এমআইটি, জার্মান ভাষা ডেচার্স- লারনেন.কম, ইটালিয়ান্ত বিবিসি।
৬। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে অ্যালিসন, ওপেন টু স্টাডি ও এমআইটিতে বিনা খরচে পড়ার সুযোগ রয়েছে।
৭। হার্ভার্ড ইউনিভার্সিটি, ইডিএক্স, এমআইটি, কোর্সের প্রোগ্রামিং বিষয়ে বিনা খরচায় পড়ানো হচ্ছে।
৮। অ্যাপস ডেভলপমেন্ট বিষয়ে বিনা খরচায় পড়াচ্ছে উডাসিটি, অ্যালিসন ও উদেমি।
৯। ফিল্ম মেকিং এবং অ্যানিমেশন ইউনিভার্সিটি অফ বার্মিংহাম, ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুল এই বিষয়ে শিক্ষা দেয়।
১০। দ্য ওপেন ইউনিভার্সিটি এবং কোর্সে ফ্রি পড়তে পারবেন সাইবার সিকিউরিটি নিয়ে।
১১। ফিউচারলার্ন এবং ইডিএক্সে প্রিপারেশন ফর আইইএলটিএস বিষয়ে পড়তে পারবেন ফ্রিতে।
১২। নিউট্রিশন এবং ওয়েলবিং বিষয়ে ফ্রি কোর্স পাবেন অ্যালিসন ও ইডিএক্সে।
১৩। কীভাবে উপন্যাস লিখতে হয় সে বিষয়ে শেখায় ইউনিভার্সিটি অফ আইওয়া এবং দ্য ওপেন ইউনিভার্সিটি।
১৪। সাংবাদিকতা বিষয়ে অনলাইনে ফ্রি শিক্ষা দেয় অ্যালিসন, ইউসি বার্কলে এক্স, গ্লাসগোর ইউনিভার্সিটি অফ স্ট্র্যাটক্লাইড।
১৫। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে শিক্ষা দিয়ে থাকে ফিউচারলার্ন।
১৬। ফটোগ্রাফি বিষয়ে অনলাইনে ফ্রি প্রশিক্ষণ দিয়ে থাকে অ্যালিসন ও ওপেন টু স্টাডি।
This post was last modified on জানুয়ারী ২৫, ২০২২ 10:36 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…