দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিউইয়র্কে ৯/১১ সন্ত্রাসী হামলার আজ ১৫ বছর পূর্তি। নিউইয়র্কের সেই ৯/১১ সন্ত্রাসী হামলার ১৬ বর্ষে পা দিচ্ছে।
আজ সেই ১১ সেপ্টেম্বর। ২০০১ সালের এই দিনে ভয়াল এক সন্ত্রাসী হামলায় টুইনটাওয়ার ও পেন্টাগনে সন্ত্রাসী হামলায় ২ হাজার ৯শ’ ৯৬ জন মানুষ নিহত হন।
সন্ত্রাসবিরোধী মার্কিন কর্মকর্তারা বলেছেন, ওরকম সংঘবদ্ধ ষড়যন্ত্র রুখতে যুক্তরাষ্ট্র এখন যথেষ্ট কঠোর হলেও সেখানে ছোটখাটো হামলার ঝুঁকিতো রয়ে গেছে। তাছাড়া দেশের ভেতরে মাথাচাড়া দিয়ে ওঠা সন্ত্রাসীরাই এখন হুমকি।
হামলার চক্রান্ত খুঁজতে ও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) কিংবা আল-কায়েদার সমমনা লোকজনের তৎপরতা নস্যাৎ করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন বিভাগ। কারণ হলো এসব জঙ্গিগোষ্ঠী এখন নতুন নতুন যোগাযোগপ্রযুক্তির সুবিধা ব্যবহার করছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক নিক রাসমুসেন এ সপ্তাহে ওয়াশিংটনে বলেন, ‘আমাদের কাজটা দিনকে দিন কঠিনতর হচ্ছে। কট্টরপন্থীরা এখন নানা আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগের কাজটা সেরে নিতে পারে। অনেকেই এখন জনপ্রিয় স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে সহজেই তথ্য বিনিময় করছে। এতেকরে তারা মার্কিন গোয়েন্দা বাহিনীর আওতার বাইরে থাকার সুযোগ পেয়ে যাচ্ছে।’
মূলত ৯/১১ হামলার পর সন্ত্রাসবিরোধী মার্কিন লড়াইয়ের (ইউএস ওয়ার অন টেরর) যাত্রা শুরু হয়েছিল।