দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ উপলক্ষ্যে দেশের টিভি চ্যানেলগুলো সপ্তাহব্যাপি বিশেষ অনুষ্ঠান প্রচার শুরু করেছে। ঈদের ৫ম দিন ‘এজাজের মেজাজ’ নাটকটি প্রচারিত হবে।
নাটকটির কাহিনী এমন: ‘এজাজ’ একজন সৎ অফিস কর্মকর্তা। তার চরিত্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে সে কখনই মিথ্যা বলা পছন্দ করে না। তাছাড়া পুনরাবৃত্তিও তার একদম পছন্দ না। যদি তার সামনে এসব ঘটে তখনই সে চরম উত্তেজিত হয়ে যায়। সে মাথা গরম করে ফেলে, মেজাজ গরম হয়ে যায় তার। অফিস কর্মকর্তার সঙ্গে ঝগড়া অত:পর এজাজের মা তাকে বিয়ে দেবার জন্য একেবারে উঠে পড়ে লাগে তবে এজাজের এক কথা, সে বিয়ে করবে না।
এজাজের মনে হয় বিয়ে হলেই বৌ আর মা ঝগড়া বাঁধাবে এবং অশান্তি সৃষ্টি হবে। যেহেতু মা’ও বিয়ের কথা বলে বার বার পুনরাবৃত্তি ঘটাচ্ছে তাই মায়ের সঙ্গেও এজাজ ঝগড়া লেগে যায়।
এক ব্যতিক্রমি গল্প নিয়ে এস আর এন্টারটেইমেন্টের প্রযোজনায় তরুণ নির্মাতা শরীফ রুমি নির্মাণ করেছেন নাটক ‘এজাজের মেজাজ’। নাটকটি রচনা করেছেন রঞ্জন আকাশ।
পরিচালক শরীফ রুমি বলেন, এই নাটকের মূল মেসেজ হলো, মানুষের উত্তেজিত হওয়া, রাগ , ক্ষোভ , ক্রোধ এসবের কারণে কতো ক্ষতি হতে পারে সেটা বোঝানো, সেইসঙ্গে ভালোবাসাও যে কতো শক্তভাবে এসব কিছুকে ছাপিয়ে সুন্দর একটি জীবন দিতে পারে সেটিই মূলত বোঝানো হয়েছে।
‘এজাজের মেজাজ’ নাটকে অভিনয় করেছেন, মীর সাব্বির, তানজিকা আমীন, তারিক স্বপ , কাজী উজ্জ্বল, শিল্পী সরকার অপু, লাবন্য বিন্দু, রাজু আহসান প্রমুখ।
‘এজাজের মেজাজ’ দেশের বে-সরকারী চ্যানেল বিজয় টিভিতে ঈদের ৫ম দিন (আজ) রাত ১০.৩০ মিনিটে প্রচারিত হবে।
This post was last modified on সেপ্টেম্বর ১৪, ২০১৬ 10:31 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…