দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি দুর্ঘটনায় কোনো ব্যক্তি আহত হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে এমন এক দেশ রয়েছে যেখানে নিয়ম রয়েছে দুর্ঘটনায় কোনো ব্যক্তি আহত হলে তাকে মেরে ফেলতে হবে!
ঘটনাটি চীনের। ঘটনাটি এমন, চীনের রাস্তায় যদি একজন পথচারীকে পথ চলতে হয় তাহলে শুধু গাড়ির ধাক্কা হতে নিজেকে বাঁচানোর ব্যাপারে নজর রাখলেই চলবে না, সেইসঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে, তিনি যেনো কোনোভাবেই ড্রাইভারের গাড়ির সামনে এসে না পড়েন। কারণ হলো চীনের হালের রীতি হলো, কোনো গাড়ির ধাক্কায় কেও আহত হলে আহত ব্যক্তির মৃত্যু নিশ্চিত করতে হবে!
সম্প্রতি চীনে এমন দু’টি পৃথক ঘটনা সামনে চলে এসেছে যেখানে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে, গাড়ির ধাক্কায় একজন আহত হওয়ার পর গাড়িচালক বারবার গাড়ির আঘাতে সচেতনভাবেই হত্যা করছেন আহত পথচারীকে! জানা যায়, একটি ঘটনায় ঝাও জিয়াও চেন নামের এক ব্যক্তি ৬৪ বছরের এক বৃদ্ধাকে পরপর পাঁচ বার গাড়ির চাকায় পিষ্ট করেছেন কেবলমাত্র তাঁর মৃত্যু সুনিশ্চিত হওয়ার জন্য।
তবে কেনো এমন অদ্ভুত অমানবিক রীতি? আসলে চীনের আইন অনুযায়ী, দুর্ঘটনায় যদি কেও আহত হন এবং কোর্টে গাড়িচালক যদি দোষী সাব্যস্ত হন, তাহলে আহত ব্যক্তিকে আমৃত্যু ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে দায়ী ব্যক্তিকে। সেই জায়গায় গাড়ির আঘাতে যদি কেও মারা যান, সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হয় এককালীন। আর গাড়ির ধাক্কা যদি ইচ্ছাকৃত বলে কোর্টে প্রমাণিত না হয়, সেক্ষেত্রে অন্য কোনো শাস্তিরও আশঙ্কা থাকছে না। কাজেই দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু কামনা করাই গাড়িচালকের পক্ষে আর্থিক দিক হতে অনেক সুবিধাজনক!
তাহলে কী দাঁড়ালো মানবিকতা বলে কী কিছুই নেই? কিছু অর্থ সাশ্রয়ের লোভে মানুষ অন্য মানুষকে জেনেশুনে খুন করবে? এটি কী হতে পারে?
বিষয়টি নিয়ে চীন প্রশাসনের বক্তব্য হলো, সাধারণ মানুষ যাতে গাড়ি চালানোর সময় আরও সতর্ক হোন, তা নিশ্চিত করতেই এই নিয়ম।
তবে শেষ পর্যন্ত এই নিয়মটি যে মানুষের মধ্যে নিহিত পশু প্রবৃত্তিটিকেই জাগিয়ে তুলছে সেই খোঁজ কী রেখেছেন চীন সরকার? এই প্রশ্ন আসতেই পারে।
This post was last modified on সেপ্টেম্বর ১৯, ২০১৬ 8:24 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে চামড়ায় টান ধরা নতুন কোনো বিষয় নয়। তবে সমস্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অসতর্কতাবশত: হাত থেকে পড়ে গেলেও ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজন কমাতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়া করলেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…