Categories: বিনোদন

মাইকেল জ্যাকসনের সেই ছোট্ট মেয়েটি এখন অনেক বড়!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিটি দেখে যে কেও বুঝতে পারছেন এটি বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের সেই ছোট্ট মেয়েটি। তবে এই ছোট্ট মেয়েটি এখন অনেক বড়।

প্যারিস মাইকেল ক্যাথরিন জ্যাকসন। ছোটবেলা থেকেই তাই লাইম লাইটের আলোয় বড় হয়ে ওঠা তার। মাইকেল জ্যাকসনের একমাত্র মেয়ে হলেন প্যারিস মাইকেল ক্যাথরিন জ্যাকসন। তবে তিনি আর এখন বাবার কোলের সেই ছোট্টটি নন, অষ্টাদশী যুবতী। ১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে জন্ম প্যারিসের।

প্যারিসের মা ডেবি রো-এর সঙ্গে মাইকেল জ্যাকসনের যখন বিবাহহিচ্ছেদ ঘটে, তখন প্যারিসের বয়স ছিল মাত্র ১ বছর। বাবা-মায়ের ডিভোর্স হওয়ার পর বাবার কাছেই থাকতেন প্যারিস।

Related Post

মাইকেল জ্যাকসনের আদরের মেয়ে ছিলেন প্যারিস। মাইকেল জোসেফ প্রিন্স জ্যাকসন ও ব্ল্যাঙ্কেট জ্যাকসন নামে দুই ভাই রয়েছে প্যারিসের।

২০০৯ সালে বাবা মাইকেল জ্যাকসন যখন মারা যান প্যারিসের বয়স ছিল তখন মাত্র ১১ বছর। বাবার মৃত্যুর পর জ্যাকসনের উইল অনুযায়ী তাদের দেখাশোনার ভার পান ঠাকুমা ক্যাথেরিন জ্যাকসন।

ছোটবেলায় যখন বাবার সঙ্গে প্রকাশ্যে আসতেন, তখন সবসময়ই প্যারিসের মুখ মাস্কে ঢাকা থাকতো।

প্যারিসের মা রোই এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্যারিস ও তার দাদা প্রিন্স যখন ছোট ছিল, ঠিক তখন নাকি কিডন্যাপারদের নিকট হতে থ্রেট-কল পেতেন। আর সেই ভয়েই সন্তানদের মুখ ঢেকে বাইরে বের হওয়া সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

বাবা মাইকেল জ্যাকসনের সঙ্গে দুর্দান্ত বন্ডিং ছিল প্যারিসের। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, ‌‌আমার বাবার মতো ভালো কাওকে আমি আর কখনও দেখিনি। কেও ভাবতেও পারবে না বাবাকে আমি কতোটা ভালোবাসি।’

প্যারিস জ্যাকসন ক্যালিফোর্নিয়ার ব্রুকলি স্কুলে পড়াশুনা করেছেন। বাবার মৃত্যুর পর হতেই ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেন তিনি। সেই সময় বাবা মাইকেল জ্যাকসনের উপর বেশ কিছু টিভি শো-তেও অংশ নেন প্যারিস জ্যাকসন। বাবা মাইকেল জ্যাকসনের উপর বেশ কিছু টিভি সিরিজ ও ডকুমেন্টারি তৈরি করেছেন প্যারিস।

২০১৩ সালের কথা। মাত্র ১৫ বছর বয়সে ঘুমের ওষুধ খেয়ে এবং হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্যারিস জ্যাকসন। যদিও সেবার তিনি বেঁচে যান। বাবার মৃত্যুর পর গভীর অবসাদে ভুগছিলেন প্যারিস। অবসাদ থেকেই এমন কাজ করেছিলেন বলে ধারণা করা হয়।

নিজের জন্মদিন পালন করেন না প্যারিস জ্যাকসন। এর কারণ হলো, বাবার সঙ্গে কাটানো তাঁর জন্মদিনের স্মৃতিগুলো তাঁর কাছে খুবই দামী। আর সেই স্মৃতি হতে বেরোতে চান না প্যারিস জ্যাকসন।

This post was last modified on সেপ্টেম্বর ২৭, ২০১৬ 8:02 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পেসমেকার হ্যাকিং: ঝুঁকি ও বাস্তব জীবনের কাহিনী

মোহাম্মদ শাহজালাল ॥ পেসমেকার হল একটি বৈদ্যুতিক যন্ত্র যা হৃদযন্ত্রের (হার্ট) নির্দিষ্ট স্পন্দন বা ধাপ…

% দিন আগে

ডিজিটাল পেমেন্ট পদ্ধতি শক্তিশালী করার জন্য কৃষকের জন্য আইফার্মার নিয়ে এলো “ফার্মার কার্ড”

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্যাশলেস অর্থনীতির বিকাশ ত্বরান্বিত করতে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে…

% দিন আগে

আবারও বিয়ের পিড়িতে বসলেন সানি লিওন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওন আবারও বিয়ের পিড়িতে বসলেন।…

% দিন আগে

মার্কিন যুক্তরাষ্ট্রে আজ প্রেসিডেন্ট নির্বাচন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর)…

% দিন আগে

ব্র্যাক ব্যাংক এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বেসিসের

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য…

% দিন আগে

৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…

% দিন আগে