দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তানের সম্পর্ক। এবার পাকিস্তানকে দেওয়া ‘মর্যাদা’ কেড়ে নেওয়ার চিন্তা করছে ভারত!
ভারত দাবি করে আসছে যে, এই হামলার সঙ্গে পাকিস্তানের সংযোগ রয়েছে। তাই কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে ভারত। ইতিমধ্যে সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাণিজ্যিক দিক দিয়েও পাকিস্তানকে চাপের মুখে রাখার চিন্তা-ভাবনা করছে ভারত।
উল্লেখ্য, ১৯৯৬ সালে ভারত একতরফাভাবেই পাকিস্তানকে দিয়েছিল ‘মোস্ট ফেভরড নেশন’ (সৌহার্দপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক)-এর মর্যাদা। যে কারণে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে সমান সুযোগসুবিধা ভোগ করার নিশ্চয়তা পেয়েছিল পাকিস্তান। কিন্তু উরি হামলার পর এবার সেটি ফিরিয়ে নেওয়ার কথা চিন্তা করছে ভারত।