দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চরম বেটিং বিপর্যয়ে বাংলাদেশ দল সংগ্রহ করেছে মাত্র ২০৮ রান। ২০৯ রানের সহজ টার্গেট দিয়েছে আফগানদের! তবে শেষ মুহূর্তের খেলা দর্শকদের মাতিয়ে তোলে।
টসে হেরে বাংলাদেশ ব্যাট করতে নামে। প্রায় পঞ্চাশের কাছাকাছি চলে যায় কোনো ইউকেট না হারিয়ে। কিন্তু তামিম আউট হওয়ার পর বিপর্যয় শুরু হয়। একের পর এক ইউকেট হারিয়ে নাকাল অবস্থা পড়ে টাইগাররা।
শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২০৮ রান। সহজ টার্গেট ধরে রাখা বড়ই কঠিন হবে বাংলাদেশ দলের জন্য। বাকিটা বোঝা যাবে দ্বিতীয়ার্ধের খেলায়।