দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উম হানাদি নামেই অধিক পরিচিত ৩৯ বছরের এক নারীর নাম ওয়াহিদা মোহাম্মদ। আইএস জঙ্গিদের হাতে হারিয়েছেন তার পরিবারবর্গ। ক্রোধেক্ষুব্ধ ওই নারী আইএস জঙ্গিদের মাথা রান্না করেন!
শুধু পরিবার নয়, বহুবার হামলা হয়েছে তার ওপরেও। তারপর হতে ক্রোধে ফেটে পড়েন তিনি। রীতিমতো যুদ্ধ ঘোষণা করেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে। একাধিক আইএস জঙ্গির মাথা ধড় হতে পৃথক করে তা রান্না করে মনের ক্ষোভ দূরিভূত করার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন তিনি!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ওয়াহিদা ইরাকের মসুল হতে ৮০ কিলোমিটার দক্ষিণে শিয়ারকোট শহরের প্রায় ৭০ পুরুষের একটি বাহিনীর নেতৃত্ব দেন।
সম্প্রতি সংবাদ সংস্থা সিএনএন’র সামনে ওয়াহিদা হাজির হয়েছিলেন সাক্ষাৎকার দিতে। এ সময় তার পরনে ছিল কালো পোশাক। তার ঘাড় পর্যন্ত ঢাকা ছিল কালো স্কার্ফে। বাম বাহুর নিচে ৯ মিমি’র বেরেটা পিস্তল। তার পেছনে অস্ত্রধারী কয়েকজন পুরুষ। উম হলো হানাদির বাহিনী একটি উপজাতীয় মিলিশিয়াদের অংশ। ওয়াহিদা আইএস জঙ্গি দমনে সরকারী বাহিনীকে সাহায্য করছেন।
ওয়াহিদা বলেন, ‘আমি সন্ত্রাসের বিরুদ্ধে ২০০৪ সালে যুদ্ধ ঘোষণা করেছি। ইরাকি নিরাপত্তা বাহিনী এবং যৌথ বাহিনীর সঙ্গে কাজ শুরু করি। সে কারণে আল কায়দা এবং পরে আমি আইএসের ক্রোধের পাত্রে পরিণত হই। আমি আইএস শীর্ষ নেতৃত্বের নিকট হতে এমনকি আল বাগদাদির নিকট হতেও হুমকি পেয়েছি। তবে আমি তা গায়ে মাখিনি। আমার কাজ আমি চালিয়ে গেছি।
ওয়াহিদা জানান, আমি আইএসের টপ মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছি। ২০০৬, ২০০৯, ২০১০, ২০১৩ এবং ২০১৪ সালে আমার বাড়ির বাইরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।
আইএসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ওই নারী আরও বলেছেন, তার পুরো পরিবারকে খুন করেছে এই জঙ্গি সংগঠন আইএস জঙ্গিরা। তার প্রথম স্বামীকেও খুন করা হয়। পরে সে দ্বিতীয় বিয়ে করলে চলতি বছরের শুরুতে তাকেও খুন করে আইএস জঙ্গিরা। তার বাবা এবং তিন ভাইকেও খুন করা হয়েছে। এমনকি তার পোষা ভেড়া, কুকুর এবং পাখিগুলোকেও মেরে ফেলে আইএস জঙ্গিরা। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন।
তিনি আরও বলেন, ‘৬ বার তারা আমাকে গুপ্তহত্যার চেষ্টা করেছে। আমার মাথা, পা ও পাজর ভেঙে গেছে।’ স্কার্ফ তুলে মাথার ক্ষতচিহ্ন দেখান ওয়াহিদা ওরফে হানাদি।
ওয়াহিদা বলেন, এগুলো করে আমার সংগ্রাম বন্ধ করতে পারেনি আইএস। আমার বাহিনী আইএসের বিরুদ্ধে একাধিকবার যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আমি একাধিকবার আইএস জঙ্গির মাথা বিচ্ছিন্ন করেছি। ক্ষোভে-ক্রোধে তাদের মাথা রান্না করেছি। তাদের শরীর পুড়িয়ে কয়লা করেছি। এভাবেই তার ক্রোধের কথা জানা সংবাদ মাধ্যম সিএনএনকে।
This post was last modified on অক্টোবর ১, ২০১৬ 5:29 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফটের খ্যাতি রয়েছে সর্বত্র। বহু আগে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসের ভিতর থাকা মহিলা কন্ডাক্টরের সঙ্গে কথা বলছেন ঝুলে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যেমন এক দিকে রয়েছে সংসারের দায়িত্ব, অপরদিকে পেশাগত জায়গায় কাজের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে হট ৫০ সিরিজের নতুন ফোন ‘ইনফিনিক্স…