দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় চ্যানেল স্টার প্লাসে প্রচার করা হবে হুমায়ূন আহমেদের নাটক ‘আজ রবিবার’। স্টার প্লাস হুমায়ূন আহমেদের এই নাটকটির পুরো স্বত্ব কিনে নিয়ে তাদের নেটওয়ার্কের প্রায় ১৫০টি দেশে হিন্দি ভাষায় ডাবিং করে নাটকটি প্রচার করতে যাচ্ছে।
এই নাটকের বিজ্ঞাপনে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন (তখনও তাদের বিয়ে হয়নি) এবং হুমায়ূনের বড় মেয়ে শীলা আহমেদ অভিনীত একটি দৃশ্য ব্যবহার করা হয়েছে। আজ (১ অক্টোবর) হতে বাংলাদেশের কিংবদন্তী লেখক হুমায়ূন আহমেদ নির্মিত ‘আজ রবিবার’ নাটকটি প্রচার করা হবে জানা গেছে।
এ বিষয়ে মেহের আফরোজ শাওন সাংবাদিককে বলেছেন, এ ব্যাপারে আমাদের কোনো কৃতিত্ব নেই। আমরা এটা নিয়ে কোনো চেষ্টাও করিনি। স্টার প্লাস হতে কেও আমাদের সাথে যোগাযোগও করেনি।
শাওন আরও বলেন, ‘আমি অবশ্যই খুশি। পাশাপাশি অস্বস্তি রয়েছে। অস্বস্তিটা হচ্ছে সব পরিচিত মানুষের মুখে হিন্দি শুনতে কেমন যেনো লাগে; এটা নিয়ে একটু অস্বস্তি। ঠিক ভালো লাগা, খারাপ লাগা বলবো না। তবে ভালো লাগা হচ্ছে- এটি দেশের সীমানা পেরিয়ে বিদেশে প্রচার হচ্ছে। শুধু ইন্ডিয়াতে না, পুরো ওয়ার্ল্ডে ১৫০ দেশে প্রচার হবে।’
মেহের আফরোজ শাওন আরও বলেন, ‘এই নাটকটি বেশ কয়েকবছর আগে হুমায়ুন আহমেদ চ্যানেল আইয়ের কাছে দিয়েছিলেন। চ্যানেল আই প্রচার করার পর এখনও তাদের কাছেই রয়েছে ‘আজ রবিবার’ নাটকটি। ওরাই নিজেরা উদ্যোগ নিয়ে স্টারপ্লাসের সঙ্গে কথা বলে। স্টারপ্লাস বাংলাদেশের অনুষ্ঠান চালানোর জন্য সর্বপ্রথম হুমায়ুন আহমদের একটা প্রোডাকশন বেছে নিয়েছে।’
This post was last modified on অক্টোবর ১, ২০১৬ 9:14 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…