দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজ দেশের সেনাবাহিনীর দক্ষতা বর্ণনা করতে গিয়ে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে তুলনা করেছেন। মঙ্গলবার হিমাচল প্রদেশে এক সভায় নরেন্দ্র মোদি এই তুলনা করেন।
হিমাচলে দেওয়া ওই ভাষণে মোদি বলেন, ‘সারাদেশে আজ ভারতীয় বাহিনীর শৌর্য-বীর্য নিয়ে আলোচনা চলছে। আগে শুনতাম, ইসরায়েল এই ধরনের কাজ করেছে। তবে গোটা জাতি জেনেছে যে ভারতীয় বাহিনীও কারও থেকে কম যায় না।’
বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, পাকিস্তানশাসিত কাশ্মিরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়ে কয়েকটি জঙ্গিশিবির ধ্বংস করা হয়েছে বলে ভারত সম্প্রতি যে দাবি করছে, তার পরিপ্রেক্ষিতেই মোদির আজকের এই উক্তি বলে মনে করা হচ্ছে। যদিও তিনি ওই ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর প্রসঙ্গে সরাসরি কিছুই বলেননি।
ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর উক্তি নিয়ে আমার মন্তব্য করা অনুচিত। তবে এটুকু বলতে পারি যে, ইসরায়েলী বাহিনী আমাদের থেকে অনেক ছোট। তাছাড়া ওদের সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইকের মতো এ রকম অপারেশন চালায় না, সেটি করে (গুপ্তচর সংস্থা) মোসাদ। উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পরে যেটি আমরা করেছি, সেটি সেনাবাহিনীর অপারেশন। দুটোর মধ্যে কিছুটা তফাৎ তো রয়েছেই।’
ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা ও শৌর্য নিয়ে দেশজুড়ে আলোচনা হচ্ছে বলে নরেন্দ্র মোদির মন্তব্য সম্পর্কে জেনারেল শঙ্কর বলেন, ‘এ রকম গোপন অপারেশন পূর্বেও হয়েছে, সেটা প্রকাশ করা হতো না। হয়তো গোপন থাকাটা ভালো ছিল। তবে এখন এই অপারেশনের কথা প্রকাশ্যে আসায় সেটা চর্চার বিষয় হয়ে উঠছে। তবে তার মানে এই নয় যে, আমাদের সেনারা এই দক্ষতা এখনই অর্জন করলো।’
উল্লেখ্য, পাকিস্তানশাসিত কাশ্মিরে ভারতীয় সেনাদের চালানো ওই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেসসহ বেশ কয়েকটি বিরোধী দলের মধ্যে বাকযুদ্ধ চলছে।
This post was last modified on অক্টোবর ২৩, ২০১৬ 11:13 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…