দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষ ধূমপান করে সেটি বাস্তবতা। কিন্তু যখন শোনা যায় বনের কোনো পশু রীতিমতো মানুষের মতোই সিগারেট ফুকছে তাহলে বিস্মিত হবেন সেটিই স্বাভাবিক। শোনা গেলো এক বানর ধূমপান করে।
বিষয়টি শুনতে আশ্চর্য মনে হলেও এটিই সত্য যে বানরও এখন ধুমপান করছে। শুধু তাই নয়, রীতিমত ধূমপানে আসক্ত হয়ে পড়েছে ওই বানরটি। বানরের সিগারেট খাওয়ার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী পিয়ংইয়েং সাম্প্রতিক উদ্ভাবিত চিড়িয়াখানায়। সেখানে আসা দর্শণার্থীদের চোখে পড়ে বানরের ওই ধূমপান করারা দৃশ্য।
২৯ বছর বয়সী একটা শিম্পাঞ্জি দর্শণার্থীদের দেখিয়ে দিচ্ছে সিগারেট খেতে কীভাবে লাইটার ব্যবহার করতে হয়। যদি লাইটার না থাকে তাহলে পরিত্যাক্ত সিগারেটের আগুন নিয়ে তার সিগারেট ধরিয়ে নিচ্ছে, ঠিক মানুষের মতোই!
এই শিম্পাঞ্জি ধুমপান করতে করতে এমন একটা নেশা পর্যায়ে এসেছে যে এখন কম করে হলেও দিনে ২০ বার ধুমপান করতে হয় তাকে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী পিয়ংইয়েংর চিড়িয়াখানার সুপারস্টার বানরের নাম এ্যাজালি। যিনি সিগারেট খাওয়া, ফুঁক দেওয়া, ধরানোসহ সব ধরনের কৌশল শিখিয়ে দিচ্ছেন চিড়িয়াখানায় আগত দর্শণার্থীদের।
বর্তমানে সে দিনে এক প্যাকেট সিগারেট পেয়ে থাকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের নিকট হতে। যা দিয়ে সে সারাদিন চলতে পারে।
এই চিড়িয়াখানায় প্রতিদিন হাজার হাজার দর্শক আসে বানরের ধূমপান করার এমন দৃশ্য দেখার জন্য। বানর ছাড়াও ওই চিড়িয়াখানায় রয়েছে বিভিন্ন প্রজাতির হাতি, জিরাফ, পেঙ্গুইনসহ অন্যান্য বিচিত্র প্রাণীকূল।
This post was last modified on অক্টোবর ২৬, ২০১৬ 11:17 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজর একটি অত্যন্ত পুষ্টিগুণসমৃদ্ধ সবজি, যা বিশ্বব্যাপী স্বাস্থ্যকর খাদ্য হিসেবে…