দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিসেম্বরে মুক্তি পেতে পারে শাকিব-পরীর চলচ্চিত্র ‘ধূমকেতু’। ছবিটি পরিচালনা করেছেন শফিক হাসান।
‘ধূমকেতু’ ছবিটি বর্তমানে সেন্সরে জমা রয়েছে। সেন্সর সার্টিফিকেট পেলে ডিসেম্বরে ছবিটি মুক্তি দিতে চান ছবিটির পরিচালক শফিক হাসান।
পরিচালক শফিক হাসান বলেন, ‘বৃহস্পতিবার ছবিটি সেন্সরের জন্য জমা দিয়েছি। আশা করি চলতি সপ্তাহেই তাদের অনুমতি পাবো। ডিসেম্বরে ছবিটি মুক্তি দিতে চাই। সেই পরিকল্পনা সামনে নিয়েই আমরা সব কিছু এগিয়ে নিয়ে যাচ্ছি।’
পরিচালক শফিক বলেন, ‘আমি ছবিটি শুরু করেছিলাম প্রায় ২ বছর আগে। সেই হিসেবে আমার সময় বেশি লেগেছে। তবে গল্প বা নির্মাণে আমি কোনো রকম ছাড় দেইনি। গল্পের প্রয়োজনে যেখানে যা দরকার ছিলো, আমি সেই সবকিছু দিয়ে ছবিটি নির্মাণ করেছি। গানের দৃশ্যায়ন যদিও আমি দেশে করেছি তবে সেটা ছিলো যুগোপযোগী। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে।’
এই ছবিতে শাকিব খান ও পরীমনি ছাড়াও অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন অমিত হাসান, দিতি, আলী রাজ প্রমুখ।