দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরাক সরকার এই মাসে আইএস নিয়ন্ত্রণ হতে মসুল উদ্ধারের অভিযান শুরু করেছে। যে কারণে যুদ্ধবিধ্বস্ত মসুল হতে ১০ হাজারের বেশি মানুষ নিজেদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ইরাকি বাহিনী মসুলে প্রবেশের পর হতে ভয়ে হাজার হাজার মানুষ পালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই এলাকায় অবস্থানকারী আলজাজিরার প্রতিনিধি বলেন, যোদ্ধারা যতোই জনবহুল এলাকার দিকে এগুচ্ছে ততোই ভয়ে পরিবারগুলো পালাতে শুরু করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরাকি বাহিনী কমপক্ষে ১০ হাজার মানুষকে গ্রামছাড়া করেছে। এছাড়া পালানোর সময় অনেকেই ক্রসফায়ারে নিহতও হয়েছে।
শুধু তাই নয়, ইরাকি বাহিনী যাদের নিরাপদ ক্যাম্পে নিয়ে যাচ্ছে তারা সেখানে থাকার কোনো জায়গা পাচ্ছে না বলে জানা যায়। তাই নিরাপত্তার কথা ভেবে অনেকেই পায়ে হেঁটে যাত্রা শুরু করেছে।
উল্লেখ্য, আইএসের কবল হতে ইরাক সরকার ইতিমধ্যে ৯০টি গ্রাম উদ্ধার করেছে। মসুলের বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে বলেও দাবি করেছে ইরাকি সেনারা। আলজাজিরা এসব তথ্য দিয়েছে।