ইউরোপে এমন কয়েকটি প্রাসাদদুর্গ রয়েছে যা সত্যিই রহস্যময়!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীময় এমন কিছু দুর্গ রয়েছে যেগুলো সত্যিই রহস্যময়। আজ আপনাদের জন্য রয়েছে এমন কয়েকটি দুর্গের গল্প!

ইউরোপে ইতিহাসের বিখ্যাত সব দুর্গ তৈরি হতে থাকে মধ্যযুগ হতে। সে সময় ইউরোপিয়ানরা তাদের নিজেদের প্রয়োজনেই এসব দুর্গ নির্মাণ করে। যুদ্ধ, বিগ্রহে নিজেদের সুরক্ষাসহ অদ্ভুত সব কাজে ব্যবহৃত হয় এইসব বিখ্যাত দুর্গগুলো।

কালের বিবর্তনে এসব দুর্গ এখনও সাক্ষী হয়ে আছে। এইসব দুর্গে রয়েছে সুরক্ষিত প্রাসাদ, চারপাশে পরিখা এবং শেকলে টানা পাটাতন, কামান বসানোর ফাঁকযুক্ত প্রাচীরও। শত শত যুগ যুগ ধরে ইতিহাস বয়ে বেড়াচ্ছে এসব দুর্গ। ইউরোপের তেমনই কয়েকটি বিখ্যাত দুর্গের গল্প রয়েছে আজ।

Related Post

টাওয়ার অফ লন্ডন

টাওয়ার অফ লন্ডন। এই দুর্গটি সুদীর্ঘ ইতিহাসে কখনও ছিল রাজকীয় প্রাসাদ, আবার কখনও অস্ত্রাগার, কখনও কোষাগার, আবার কখনওবা পশুশালা! অর্থাৎ হাতি, বাঁদর কিংবা গণ্ডার থেকেছে এখানে! তবে হাজার বছরের পুরনো এই টাওয়ারে এখন শুধুই দাঁড়কাকদের বসবাস।

জার্মানির হোহেনজোলার্ন ক্যাসল

এটি সোয়েবিয়ান আল্পসের একটি ৮৫৫ মিটার উঁচু শৈলশিরার উপর নির্মিত হয়েছে প্রাসাদদুর্গ। এটি হোহেনজোলার্ন রাজপরিবারের আদি বাসস্থান। হোহেনজোলার্ন নৃপতিরা ১৫২৫ সাল হতে ১৯১৮ সাল অবধি প্রাশিয়া শাসন করেন। ১৮৭১ হতে ১৯১৮ সাল অবধি জার্মানিতে রাজত্ব করেছেন তারা। হোহেনজোলার্ন ক্যাসলটিকে ইউরোপের সবচেয়ে সুন্দর প্রাসাদদুর্গগুলির মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয়ে থাকে।

চেক প্রজাতন্ত্রের লোকেট ক্যাসল

মহাকবি গ্যোটে স্বয়ং এই ক্যাসলেতে গেছেন অন্ততপক্ষে দশবারের বেশি। ১৮২৩ সালের ২৮ আগস্ট গ্যোটে তাঁর ৭৪তম জন্মদিন পালন করেন এই লোকেট ক্যাসল-এ গিয়ে। সে যাত্রায় গ্যোটের সঙ্গে ছিলেন আর এক পরিবার, যাদের ১৯ বছর বয়সি কন্যা উলরিকে ফন লেফেটৎসভ’কে বিবাহের প্রস্তাব দেন গ্যোটে। তবে প্রত্যাখ্যাত হন।

জার্মানির ভার্টবুর্গ ক্যাসল

১০৮০ সালে ম্যার্জেবুর্গের বিশপ ব্রুনোর লিখিত একটি নথিতে ভার্টবুর্গ দুর্গের প্রথম উল্লেখ পাওয়া গিয়েছে। ১৫২১ সালে প্রটেস্টান্ট গির্জার প্রতিষ্ঠাতা মার্টিন লুথার এই ভার্টবুর্গে আশ্রয় নেন। বাইবেলের নিউ টেস্টামেন্টকে গ্রিক হতে জার্মানে অনুবাদ করেছিলেন।

ইটালির ক্যাসল অফ দ্য হোলি এঞ্জেল

১৫২৭ সালে পবিত্র রোম সাম্রাজ্যের সৈন্যরা যখন রোম নগরীকে বিধ্বস্ত করে, ঠিক তখন পোপ সপ্তম ক্লিমেন্ট স্বয়ং আশ্রয় নিয়েছিলেন এই প্রাসাদদুর্গটিতে! পোপের রাজত্বে সপ্তদশ শতাব্দী হতে ১৮৭০ সাল অবধি এই ক্যাসলটিকে কারাগার হিসেবে ব্যবহার করা হয়। প্রাসাদটি টাইবার নদীর দক্ষিণ তীরে অবস্থিত। এককালে ছিল রোমান সম্রাট হেড্রিয়ানের সমাধিসৌধ।

This post was last modified on নভেম্বর ২২, ২০১৬ 11:01 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে

টমেটোর গুণাগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…

% দিন আগে

শাহরুখ খান কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইলেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…

% দিন আগে

অস্ট্রেলিয়ায় দাবানলে ভয়াবহ ক্ষয়ক্ষতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…

% দিন আগে

চিন্তা করেই লেখা যাচ্ছে কম্পিউটারে শব্দ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…

% দিন আগে