দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স এবং স্ত্রীর সংখ্যা-দুটিরই সেঞ্চুরি চান নাইজেরিয়ার বাসিন্দা মুহম্মদ বেলো আবুবকর। বর্তমানে তার স্ত্রীর সংখ্যা ৯৭। তার বয়স ৯২ বছর।
আবুবকর এখানেই না থেমে আরও বিয়ে করতে চান, করতে চান বিয়ের সেঞ্চুরি অর্থাৎ ১০০টি বিয়ে করতে চান তিনি! একই সঙ্গে তিনি বেঁচে থাকতে চান ১০০ বছর।
নাইজেরিয়ার বাসিন্দা আবুবকর পেশায় একজন ধর্মগুরু। অবশ্য বিয়ের সেঞ্চুরি হলেও বউয়ের সেঞ্চুরি হয়নি তার। তিনি ইতিমধ্যেই ১০৭টি বিয়ে করেছেন। তার মধ্যে ১০ জনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, বর্তমানে আছে ৯৭ স্ত্রী। এই মুহূর্তে তার সন্তানসংখ্যা ১৮০ জন।
তবে এর জন্য তাতে বেশ বিড়াম্বনাতেও পড়তে হয়েছে। তাকে একবার বহুবিবাহের জন্য জেলেও পাঠানো হয়। তবে জেল থেকে ছাড়া পেয়েই আবুবকর আবারও বিয়েতেই মন দেন। বুঝিয়ে দেন তিনি থামবার পাত্র নন মোটেও। বরং পাত্র হিসাবে কনের সামনে বসার আগ্রহই তার বেশি।
আবুবকর এক কথা, ‘যদি শরীর ক্ষমতা থাকে ও স্ত্রীদের প্রতিপালন করার আর্থিক জোর থাকে, তাহলে বহুবিবাহে আপত্তি কীসের!’ তাই বয়সের সেঞ্চুরির সঙ্গে সঙ্গে স্ত্রী-র সংখ্যাতেও ১০০ পেরিয়ে সেঞ্চরি করতে চান নিজেকে ‘সমাজসেবী’ বলে দাবি করেন মুহম্মদ বেলো আবুবকর।