দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি বিষয় গুগলে সার্চ প্রবণতা ৫ হাজার গুণ বেড়েছে। আর সেটি হলো, ‘How to impeach a president’ অর্থাৎ কিভাবে প্রেসিডেন্টকে ইমপিচ করা যায়।
সংবাদ মাধ্যমের খবরে উঠে এসেছে এক চাঞ্চল্যকর খবর আর তা হলো, একটি বিষয় গুগলে সার্চ প্রবণতা ৫ হাজার গুণ বেড়েছে। আর সেটি হলো, ‘How to impeach a president’ অর্থাৎ কিভাবে প্রেসিডেন্টকে ইমপিচ করা যায়।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা দেওয়ার এক ঘণ্টার মধ্যেই এই অবাক করা কাণ্ডটি ঘটেছে।
গুগল সার্চের প্রবণতার ডাটা হতে বৃটিশ সংবাদমাধ্যম ইন্ডিপিন্ডেট এই তথ্য দিয়েছে।
ওই প্রতিবেদনটিতে বলা হয়েছে, ওই শব্দগুচ্ছ দিয়ে গুগলে সার্চ দেওয়ার হার ৪ হাজার ৮৫০ গুণ বেড়েছে।
ইতিমধ্যে সবচেয়ে বেশিবার সার্চ দেওয়া হয়েছে হাওয়ায়, ক্যালিফোর্নিয়া, ওরিগন, ওয়াশিংটন এবং কলারাডো রাজ্য হতে। উল্লেখিত রাজ্যে ডেমোক্রাটরাই জিতেছেন।
ট্ইুটারে আমেরিকার ব্যবহারকরীরা জানাচ্ছেন যে, তারা গুগলে হাউ টু লিখলেই এরপরে সাজেস্ট করছে – ইমপিচ এ প্রেসিডেন্ট।
ইমপিচ হচ্ছে প্রেসিডেন্টকে ক্ষমতা হতে বহিষ্কার করার বৈধ আইনি প্রক্রিয়ামাত্র। যেখানে পার্লামেন্টের সদস্যরা প্রয়োজনীয় ভোটের মাধ্যমে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেন।
উল্লেখ্য, ৯ নভেম্বর আমেরিকানরা ভোটের মাধ্যমে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। তিনি পেয়েছেন ২৯০টি এবং ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল কলেজের ভোট।