দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুধু অভিনয়ই নয়, ইতিমধ্যে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন চিত্রনায়িকা ববি। অনুদানের ছবি ‘বৃদ্ধাশ্রম’ চলচ্চিত্র তৈরি করবেন ববি।
জানা গেছে, বর্তমানে তিনি নিজের প্রযোজিত ছবি ‘বিজলী’ ছবির শুটিং করছেন। বর্তমানে শুটিং চলছে ইউরোপে। এই ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী।
এবার নতুন একটি খবর হলো, ববি একটি অনুদানের ছবিতে যুক্ত হয়েছেন। ববির নতুন ছবি হলো ‘বৃদ্ধাশ্রম’। এই ছবিটি পরিচালনা করবেন স্বপন চৌধুরী।
ববি এ বিষয়ে বলেছেন, “বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই কথা চলছিলো। আমি গল্পটা পড়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এটিতে কাজ করার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। আপাতত ‘বিজলী’র কাজে দেশের বাইরে রয়েছি। ফিরেই এই ছবিতে চুক্তিবদ্ধ হবো।”
ববি আরও বলেন, ‘নিজের ছবির জন্য বেশ কয়েকটি ছবি হতে আমি সরে দাঁড়িয়েছি। আমি আসলে ছবির সংখ্যা বাড়াতে চাই না। কম হলেও ভালো ছবিতে কাজ করতে চাই।’