দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জেব্রা ক্রসিং দিয়ে আমরা রাস্তা পার হই। তবে সেটি সাদা রং দিয়ে দাগ কাটা থাকে। কিন্তু কখনও যদি আপনি দেখেন জ্যান্ত জেব্রা এসে জেব্রা ক্রসিং তৈরি করেছে! তাহলে কেমন লাগবে?
আমরা বাইরে বের হলেই রাস্তায় জেব্রা ক্রসিং দেখতে পায়। কিন্তু বাস্তবে জ্যান্ত জেব্রা দিয়ে জেব্রা ক্রসিং তৈরি করলে আপনি সত্যিই বিস্মিত হবেন তাই না? তবে সত্যিই এমন দৃশ্য দেখা গেছে রাস্তায়। সম্প্রতি আফ্রিকার সাফারি পার্কের রাস্তায় এমন একটি দৃশ্য দেখা গেছে।
একটা দুটো নয়, পাঁচটি জেব্রা বতসোয়ানা পার্কের রাস্তায় দাঁড়িয়ে ক্রসিং তৈরি করেছিলো! ওই রাস্তা পার হওয়ার সময় মনে হয়ে ছিলো হয়তো জেব্রাদের কোনো অনুষ্ঠান চলছে!
তাৎক্ষণিকভাবে আফ্রিকা আলবিদা ট্যুরিজম নামে একটি প্রতিষ্ঠানের ফটোগ্রাফার পল কার্নস্টিড ক্যামেরায় ওই দৃশ্যটি ধারণ করেন।
ফটোগ্রাফার কার্নস্টিড জানিয়েছেন, তিনি নগমা সাফারি লজের মালিক। তিনি নিজেই এটি পরিচালনা করেন। তিনি আফ্রিকা আলবিদা ট্যুরিজমের জন্য কাজ করছেন। কবের ন্যাশনাল পার্ক হতে তিনি লজের দিকে যাচ্ছিলেন। ফেরার পথে হঠাৎ তিনি এই জ্যান্ত জেব্রা দিয়ে তৈরি জেব্রা ক্রসিং দেখতে পান!
কার্নস্টিড বলেন, ‘জেব্রাগুলো কেবলমাত্র রাস্তা পার হচ্ছিল। যদিও তারা বেশি সময় রাস্তার ওপর থাকেনি। তবে এমনভাবে রাস্তা পার হচ্ছিল যেনো সেটি সত্যি সত্যি জীবন্ত জেব্রা ক্রসিং এর মতোই মনে হচ্ছিল। আমি এমন অভিনব দৃশ্য দেখে অভিভূত হই। এই অল্প সময়ের মধ্যেই আমি ছবি তুলে ফেলি ওই বিশেষ দৃশ্যের।’