দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে ৫০০ ও ১০০০ রুপীর নোট বাতিল ঘোষণার পর দেশটিতে নগদ টাকার সংকটের মধ্যেই এক রাজনীতিক বহু টাকা খরচ করে মেয়ের বিয়ে দিলেন!
এমন এক সংকটকালীন সময় এমন একটি খবরে অনলাইনে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয়রা। কারণ নোট সংকটে মানুষের চিকিৎসাসহ নানা মানবিক সমস্যা তৈরি হয়েছে দেশটিতে।
বিবিসি বাংলা খবরে বলা হয়েছে, সাবেক প্রতিমন্ত্রী ও ব্যবসায়ী জি. জনার্দন রেড্ডির মেয়ে ব্রাহ্মণীর বিয়ের অনুষ্ঠান হচ্ছে গত পাঁচ দিন ধরে। এই বিয়েতে খরচ হচ্ছে ৫০০ কোটি রুপী বা ৭ কোটি ৪০ লাখ ডলার! এই বিয়ের আমন্ত্রণপত্র ছিলো সোনার আস্তরণযুক্ত! বলিউডের তারকারাও এ অনুষ্ঠানে অংশ নেন।
মাত্র কয়েকদিন আগে ভারত সরকার ৫০০ ও ১০০০ রুপীর নোট বাতিল ঘোষণা করে। কালো টাকার বিস্তার রোধে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যে কারণে পুরো দেশটিতে দেখা দিয়েছে নগদ টাকার সংকট।
টাকা তুলতে ও অচল নোট বদলাতে ব্যাংক এবং এটিএমগুলোতে লোকের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এমন এক সময় জাঁকজমকপূর্ণ বিয়ে নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। অনেকে একে বর্ণনা করেছেন ‘বিত্তের অশালীন প্রকাশ’ হিসেবেও!
অবশ্য নানা সমালোচনার জবাবে রেড্ডির পক্ষ হতে বলা হয়েছে, তিনি বেঙ্গালুরু ও সিঙ্গাপুরের বাড়ি বন্ধক দিয়ে টাকা যোগাড় করেছেন। ৬ মাস আগেই খরচের সব টাকা পরিশোধ করা হয়েছে। তবে তারপরও এই ব্যয়বহুল বিয়ের সমালোচনা থামেনি।
উল্লেখ্য, রেড্ডি হলেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির একজন সাবেক সদস্য। তিনি সম্প্রতি দুর্নীতির অভিযোগে তিন বছরের জেল খেটেছেন। যদিও তিনি দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।
This post was last modified on নভেম্বর ১৭, ২০১৬ 9:36 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…