Categories: বিনোদন

ভারতীয় ভক্তের আঁকা পেইন্টিং পেয়ে বিস্মিত হলেন তিশা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় ভক্তের আঁকা পেইন্টিং পেয়ে বিস্মিত হলেন তিশা! ঢাকার মগবাজারে নাটকের শুটিং করার সময় কোলকাতার একজন প্রকৌশলী তার বন্ধুর হয়ে তিশাকে একটি পেইন্টিং উপহার দেন।

নাটকের শুটিং এই স্পটে গত রবিবার এসে হাজির হন ভারতের কোলকাতার একজন প্রকৌশলী। তিনি তাঁর বন্ধুর পক্ষ হয়ে তিশাকে একটি পেইন্টিং উপহার দেন। কোলকাতার একজন ভক্তের কাছ থেকে পাওয়া এমন উপহারে পেয়ে বিস্মিত হন জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী তিশা।

সম্প্রতি ‘ডুব’ সিনেমার সম্পাদনার কাজে নির্মাতা তার স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ভারত গিয়েছিলেন নুসরাত ইমরোজ তিশা। এর পরের দিন (সোমবার) দুপুরে ফেসবুকে ভারত ভ্রমণ ও সেদেশীয় ভক্তের এমন মজার কাণ্ড শেয়ার করেন তিশা।

Related Post

তিশা বলেছেন, ‘ভারতে আমাদের টেলিভিশন চ্যানেল দেখাই যায় না। তারপরও কিছুদিন আগে কোলকাতা আর মুম্বাই গিয়ে এতো মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আসলেও অবিশ্বাস্য লেগেছে। আমি এমনও দেখেছি, তাদের মোবাইলে আমাদের অনেক নাটক, সিনেমা, টেলিফিল্ম এবং সিরিয়ালের ক্লিপিংসও সংগ্রহ করা রয়েছে। নিজ চোখে না দেখলে হয়তো এটা বিশ্বাস করা যেতো না।’

তিশা আরও বলেন, ‘ভিনদেশের কোনো ভক্তের কাছ থেকে এমন একটি উপহার পেলে একজন অভিনয়শিল্পীর জীবনে আর কীই–বা দরকার। এর চেয়ে বড় ভালোবাসা ​অন্য কিছুই হতে পারে না। আমি সত্যিই অভিভূত হয়েছি। শুনেছি, এই ভক্ত আমার সঙ্গে দেখা করার জন্য আমার পরিচিতজনদের এমন কেও নেই, যাদের সঙ্গে যোগাযোগ করেননি।’

ফেসবুক পেজে তিশা লিখেছেন, ‘সারপ্রাইজ দিলেন কোলকাতার এক ইঞ্জিনিয়ার ভদ্রলোক অলোক দে। উনি নানা সূত্রে যোগাযোগ করে মগবাজারে আমার নাটকের শুটিং স্পটে আসেন। এসেই আমাকে এই পেইন্টিংটা গিফট করেছেন। তার এক বন্ধুর আঁকা এই ছবিটা উনি সেই কোলকাতা হতে নিয়ে এসেছেন আমার জন্য। তার কাছে নাকি আমার ৩’শ ভিডিও আর ৬’শ এক্সপ্রেশন সেভ (অভিব্যক্তি সংরক্ষণ) করা রয়েছে। ওয়াও, ভালোবাসার চেয়েও বড় কোনো গিফট (উপহার) নাই।’

উল্লেখ্য, জনপ্রিয় এই অভিনেত্রীকে চলতি বছর দেখা গেছে ‘রানা পাগলা’ এবং ‘অস্তিত্ব’ চলচ্চিত্রে। ছবি দুটিতে তিশার বিপরীতে ছিলেন শাকিব খান ও আরিফিন শুভ। বর্তমানে তাঁর মুক্তি প্রতীক্ষিত সিনেমার নাম ‘ডুব’। এই চলচ্চিত্রটিতে তিশার বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা ইরফান খান।

This post was last modified on নভেম্বর ২১, ২০১৬ 8:44 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

খালি পেটে পাকা পেঁপে খাওয়া কী আদৌ শরীরের জন্য ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেঁপেতে উপস্থিত ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পরিপাকে বিশেষ সহায়ক।…

% দিন আগে

আইফোনের নতুন গেম ইমুলেটর ডেলটা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি নতুন ইমুলেটর অ্যাপ তৈরি হয়েছে।…

% দিন আগে

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে