দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল বাজারে আসছে নোকিয়ার নতুন ফোন। নানা গুঞ্জনের পর শোনা গেছে শীঘ্রই আসছে নোকিয়ার ফোন।
নোকিয়া কর্তৃপক্ষ সম্প্রতি তাদের ‘ক্যাপিটাল মার্কেটস ডে ২০১৬’ শীর্ষক অনুষ্ঠানে আগামী বছর ২০১৭ নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। নোকিয়া কর্তৃপক্ষের ভাষ্য হলো, ২০১৭ সালে স্মার্টফোনের দুনিয়ায় আবার ফিরে আসছে নোকিয়া ব্র্যান্ড। বিষয়টি নোকিয়া নিশ্চিত করার পর বিষয়টি নিয়ে সব সন্দেহ দূর হবে।
গত কয়েক মাসে অ্যান্ড্রয়েডচালিত বেশ কয়েকটি মডেলের নোকিয়া স্মার্টফোনের তথ্যপ্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইটগুলোতে উঠে এসেছে। ইতিমধ্যে নোকিয়া ৫৩২০, নোকিয়া ১৪৯০, নোকিয়া ডি১সির নাম শোনা গেছে। তবে এই ফোনগুলো সম্পর্কে এখনও নিশ্চিত করেনি নোকিয়া।
নোকিয়ার যে ফোনগুলো বাজারে আসবে তাতে শুধু নোকিয়ার ব্র্যান্ড নামটি ব্যবহৃত হবে। এ ফোনগুলো তৈরি করবে এইচএমডি গ্লোবাল নামে ফিনল্যান্ডের একটি কোম্পানি। এইচএমডির কাছে ১০ বছরের জন্য অ্যান্ড্রয়েড ফোন এবং ট্যাবলেট তৈরির লাইসেন্স বিক্রি করেছে নোকিয়া।
নোকিয়ার যে ফোনগুলো ঘিরে সবচেয়ে বেশি গুঞ্জন তৈরি হয়েছে, তারমধ্যে আলোচিত ডি১সি মডেলটি। এই ফোনটিতে কোয়ালকমের প্রসেসর, ৩ জিবি র্যাম, পেছনে ১৩ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে বলে জানা গেছে।
নোকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মূল বক্তব্য উপস্থাপন করবেন নোকিয়ার প্রধান নির্বাহী রাজীব সুরি। ওই অনুষ্ঠানেই নোকিয়ার নতুন ফোনের ঘোষণা দেবেন তিনি। আগামী বছর নোকিয়া কি আনে, তা-ই এখন দেখার বিষয়।
This post was last modified on নভেম্বর ২৭, ২০১৬ 5:59 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…