দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্রমেই বাড়ছে রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন। তাদের ওপর হামলা, নির্যাতন, ধর্ষণ ও বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা প্রতিরোধে বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।
মিয়ানমারের আরাকান রাজ্যে চলছে এই অমানবিক নির্যাতন। সেখানে সংখ্যালঘু মুসলিমদের ওপর এই নির্যাতন চালাচ্ছে মিয়ানমারের পুলিশ ও সেনাবাহিনী। তারা মুসলমানদের বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে। এই নির্যাতন থেকে রক্ষা পায়নি নারী, পুরুষ এমনকি অবোধ শিশুও! অমানবিকভাবে নির্যাতনের হাত হতে রক্ষা পেতে সেখানকার মুসলমানরা জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে বাংলাদেশের কক্সবাজারে অনুপ্রবেশ করছে। মানবিক কারণে অনেক রোহিঙ্গা মহিলা ও শিশুদের প্রবেশ করতে দেওয়া হয়েছে। আবার রাতের অন্ধকারে অনেকেই ঢুকে পড়ছেন বাংলাদেশে।
এদিকে এই ঘটনার প্রতিবাদ করছে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ জাতিসংঘ। মানবাধিকার সংগঠনগুলো বিশ্ববাসীকে এই অমানবিক নির্যাতন বন্ধ করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
এদিকে রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে শুক্রবার ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। নিরীহ মুসলমাদের ওপর এমন অমানিবিক নির্যাতনের বিচার ও তাদের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান এবং রোহিঙ্গা মুসলিমদের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর মিয়ানমার সীমান্তে সন্ত্রাসীদের হামলায় ৭ সেনা ও ১০ পুলিশ নিহত হয়েছে এমন অভিযোগ তোলা হয়। তবে এই অভিযোগের কোনো প্রমাণ তারা দিতে পারেনি। তারা এমন অভিযোগ তুলে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে দেশটির পুলিশ ও সেনাবাহিনী।
দেখুন দুটি ভিডিওটি
This post was last modified on জানুয়ারী ৩১, ২০১৭ 5:33 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…